ধর্মে অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত কথা প্রচারের অভিযোগে তিন
নাস্তিক ব্লগারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নিজেদেরকে নাস্তিক বলে স্বীকারোক্তি দিয়েছে ব্লগাররা। গ্রেফতারকৃতরা হলোÑ
মশিউর রহমান বিপ্লব (ব্লগার নাম : আল্লামা শয়তান), রাসেল পারভেজ (ব্লগার
নাম : অপবাঘ) ও সুব্রত শুভ (ব্লগার নাম : লালু কসাই)। গোয়েন্দারা জানান,
ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত লেখালেখির জন্য তাদের গ্রেফতার করা হয়েছে।
তাদের কাছ থেকে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে। এ দিকে এই
নাস্তিক ব্লগারদের মুক্তির দাবি করেছে শাহবাগী ব্লগাররা। তাদের মুক্তির
দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনও হয়েছে। গ্রেফতারকৃত ব্লগারদের সাত
দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
পুলিশ বলেছে, তিনজনই লিখত ‘সামহোয়্যারইনব্লগ’-এ। তবে বিপ্লব ‘আল্লামা
শয়তান’ নামে ‘সামহোয়্যারইনব্লগ’ এবং ‘আমার ব্লগ’-এ লিখত। গতকাল দুপুর
১২টায় দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য
জানান পুলিশের উপকমিশনার (ডিসি) মোল্যা নজরুল ইসলাম।
তিনি বলেন, সম্প্রতি কয়েকজন ব্লগারের ওপর হামলা হয়। এরপর ইন্টারনেটে
ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্ম নিয়ে কুৎসা এবং অবমাননা করে লেখালেখির ওপর
নজরদারি শুরু করে গোয়েন্দা পুলিশ। এই তিনজন ব্লগারের লেখাগুলো ‘আইসিটি
অ্যাক্ট’-এর পরিপন্থী হওয়ায় গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর পলাশী,
শেরেবাংলানগরের মনিপুরিপাড়া ও ইন্দিরা রোডে সোমবার রাতভর অভিযান চালিয়ে
তাদের গ্রেফতার করে।
নজরুল ইসলাম বলেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্তে আরো কারো নাম
এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া এরা যেসব ব্লগে লেখালেখি
করত সেসব ব্লগের কর্তৃপরে বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় বলা আছে, ‘ধর্ম নিয়ে অপব্যাখ্যা বা কুৎসা ও
আপত্তিকর মন্তব্যের জন্য সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা
জরিমানা।
তিনি বলেন, এরা কোনো সংগঠনের নয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে
গ্রেফতারকৃতরা জানিয়েছেন তারা নাস্তিকতাবাদে বিশ্বাসী। তারা ধর্ম বিশ্বাস
করে না বলেই বিভিন্ন ধর্ম নিয়ে অবমাননাকর লেখা লিখতেন।
এদের মধ্যে বিপ্লব ফেসবুকে ‘আল্লামা শয়তান’, সামহোয়্যারইনব্লগে ‘শয়তান
নাগরিক’ এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লিখতেন। রাসেল পরভেজ আমার
ব্লগে ও সামহোয়্যারইনব্লগে ‘অপবাক’ ছদ্মনামে লিখতেন এবং সুব্রত শুভ
সামহোয়্যারইনব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে
‘আজাদ’ এবং ইস্টেশন ব্লগে ‘লালু কসাই’ ছদ্মনামে লিখত।
হেফাজতে ইসলামীর লংমার্চকে কেন্দ্র করে ব্লগারদের গ্রেফতার করা হয়েছে কি
না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, এর সাথে হেফাজতে
ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম নামে একটা
ইউনিট আছে। ব্লগে অবমাননাকর লেখালেখির কারণে দীর্ঘ দিন ধরে সেই ইউনিট
মনিটরিং করছিল। তারই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়েছে। অপর এক
প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা একে অপরকে চেনে। তারা ২০০৬ -০৭ সাল থেকে
লেখালেখি করে আসছে।
ব্লগ ও ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী সা:কে নিয়ে কটূক্তিকারী
নাস্তিক-ইসলামবিদ্বেষী ব্লগারদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফেব্রুয়ারি
থেকে সারা দেশে আন্দোলন করে আসছে হেফাজতে ইসলামসহ বেশ কিছু ইসলামী সংগঠন।
এর পরিপ্রেেিত এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে ১৩ মার্চ ৯
সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে সরকার।
প্রধানমন্ত্রীর কর্যালয়ের গঠিত এ কমিটি গত রোববার স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সভাকে এক বৈঠক করে । ওই বৈঠকে ৯টি ব্লগ ও ৮৪ ব্লগারের তালিকা
দিয়ে তাদের বিরুদ্ধে ইসলাম ও মহানবী সা:কে নিয়ে আপত্তিকর মন্তব্যের
অভিযোগ করেন।
এর আগে ২১ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) থেকে
বিভিন্ন ব্লগ কর্তৃপরে কাছে ইমেইল পাঠানো হয়। ইমেইল বার্তায় বেশ কয়েকজন
ব্লগারের নাম উল্লেখ করে তাদের অ্যাকাউন্ট বাতিল এবং ব্যক্তিগত তথ্য (আইপি
অ্যাড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর এবং ব্যক্তিগত নাম) পরবর্তী ২৪
ঘণ্টার মধ্যে বিটিআরসিকে জানাতে বলা হয়।
এ দিকে ওই ব্লগারদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করে ডিবি
পুলিশ। আদালত তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন