সাংসদ শাওন স্বীকার করেছেন তার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে ইবরাহিম।
ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে স্তব্ধ হ্যে গিয়েছেন বলে তার জানাজাতেও আসতে পারেন
নি। এমন কি সেই শোকেই এখন পর্যন্ত জন-স্মমুখে আসতে পারছেন না।
পিস্তল রেখেছিলেন কেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন তার বাস মধুবাগে, তাকে যেহেতু মগবাজার জামাত অফিসের পাশ দিয়ে তাকে রাতে বিরাতে চলা ফিরা করতে হয়, তার নিরাপত্তার স্বার্থে পিস্তল রেখেছেন। তিনি ২০০০ সালে পিস্তল নিয়েছেন।
(সুত্রঃ আজকের প্রথম আলো)
(Click This Link)
সুতরাং কি দাড়ালো? জামাত-এর ভয়ে তাকে পিস্তল রাখতে হয়েছে, আর সেই পিস্তলে মারা গেছেন ইবরাহিম। মানে হচ্ছে ইবরাহিমের মৃত্যুর জন্য জামাত দায়ি
আশা করি সরকার এবার ভালো ব্যাবস্থা নিতে পারবে। আরো কিছু জামাত নেতা-কর্মি কে এই কেসে ফাসানো যায়।
শুধু একটা জিনিশ জানতে মন চায়, মগবাজার জামাত অফিসের পাশে বিগত ১০ কিম্বা ২০ বছরে জামাত কর্মিদের হাতে কতজন মারা গেছেন, যার ভয়ে ওই এলাকা দিয়ে চলা মানুশের জানের ভয়ে পিস্তল নিতে হয়??
পিস্তল রেখেছিলেন কেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন তার বাস মধুবাগে, তাকে যেহেতু মগবাজার জামাত অফিসের পাশ দিয়ে তাকে রাতে বিরাতে চলা ফিরা করতে হয়, তার নিরাপত্তার স্বার্থে পিস্তল রেখেছেন। তিনি ২০০০ সালে পিস্তল নিয়েছেন।
(সুত্রঃ আজকের প্রথম আলো)
(Click This Link)
সুতরাং কি দাড়ালো? জামাত-এর ভয়ে তাকে পিস্তল রাখতে হয়েছে, আর সেই পিস্তলে মারা গেছেন ইবরাহিম। মানে হচ্ছে ইবরাহিমের মৃত্যুর জন্য জামাত দায়ি
আশা করি সরকার এবার ভালো ব্যাবস্থা নিতে পারবে। আরো কিছু জামাত নেতা-কর্মি কে এই কেসে ফাসানো যায়।
শুধু একটা জিনিশ জানতে মন চায়, মগবাজার জামাত অফিসের পাশে বিগত ১০ কিম্বা ২০ বছরে জামাত কর্মিদের হাতে কতজন মারা গেছেন, যার ভয়ে ওই এলাকা দিয়ে চলা মানুশের জানের ভয়ে পিস্তল নিতে হয়??
Posted by
Abraham Lingkon