ব্লগে ঢুকলেই শুধু দেখি ডেসটিনিকে নিয়ে হাউ কাউ!!এত হাউ কাউ দেখে ডেসটিনিকে নিয়ে আমার নিজের একটা ঘটনা মনে পড়ে গেল। গত কয়েক বছর ধরে মানুষের মুখে বিশেষ করে তরুন সমাজে ডেসটিনি ছাড়া আর কোন কথাই শোনা যায়না। ক্লাশের ফাকে, আড্ডায় ডেসটিনি।এক বনধু আর এক জনের প্রেমের জন্য উকালতি করে মেয়ের কাছে যে বনধু পড়াশুনার ফাকে ভাল ব্যবসা করে,অনেক টাকা পয়সা আছে তোমার সব চাওয়া না চাইতেই পূরন করতে পারবে আরো কত কি.....।
আমিও একবার এই উটকো ঝামেলায় পড়ছিলাম ওরে বাবা আর কি ছাড়া পাই।না পারি ছুটতে না পারি খারাপ ব্যবহার করতে।মনে মনে বলতাম ছাইড়া দে মা কাইনদা বাচি...
দুই বছর আগে এক সিনিয়র ভাই বলে আমরা তো একটা ব্যবসা শুরু করছি,ভাল টাকা পয়সা ইনকাম করা যাবে,এখনো বাসা থেকে টাকা পয়সা আন শরম লাগেনা।আমি বললাম শরমের কি আছে ?এখনও তো চাকরি করিনা কিভাবে টাকা দিব?সে বলল কোন টেনশন করবেনা আমাদের সাথে থাক দেখবা ঘরে বসেই তুমি মাসে কেমনে টাকা আয় কর।আরো বলে ফামেসী পড়ে কয় টাকার চাকরি করবা?আমি তো চাকরি করব না।তখন আমি মনে মনে ভাবলাম আমি কই যাইতেছি বেহেশতে না কি!! দুনিয়া এত সোজা হল কবে?তার পর মনের কথা গোপন করে বললাম ঘটনা কি খুলাশা করেন।বলে এটা খুলাশা করার কিছু নাই।তোমার বাসার সামনেই আমদের অফিস হবে একদিন আইসো।বললাম ওকে আসব(মনে মনে বললাম তোমার অফিসে আমি যাব খেয়ে দেয়ে কাজ নাই)।
এর কয়েক দিন পরের কথা আমি ক্লাশে একা বসে পড়তেছিলাম আমার এক ক্লাশমেট এসে বলে তোমার সাথে আমার একটা কথা আছে।বললাম কি কথা বল(মনে ভয় প্রেমের অফার দিয়ে বসে নাকি)।সে তখন সেই সিনিয়র ভাইয়ার ঘটনা আবার বিবরন করল।এটা অনেক ভাল ব্যবসা এই সেই আরো কত কি..এবং জোড় করে খাতায় একে কি কি যেন বুঝাল এক হাত থেকে নাকি শত শত হাত হবে আরো....।আমি তখন ভাবলাম শুধু আমাকে এগুলো বলে কেন?কি পাইল সবাই
পরের দিন ক্লাশে গিয়ে কয়েক জন কে ঘটনা বললাম তখন তারা বলে আরে এইটা তো পুরান কাহিনী।তাদের নাকি আলাদা আলাদা ডেকে নিয়ে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে তার পরও কাবু করতে না পেরে আমার কাছে গেছে।শুনে হাসতে হাসতে পেটে খিল লেগে যাবার...
এর পর অনেক দিন কেটে গেছে।ডেসটিনি অফ,এটা নিয়ে কাউকে আর তেমন কথা বলতে দেখিনা ক্লাশে।গত কাল হঠাত আমার সেই ক্লাশমেট দেখি একা একা বসে আছে ,মনের ভিতর একটু শয়তানির উদয় হল।কারন এখন তো ডেসটিনি নিয়ে হাউ কাউ চলছে।ওকে বললাম ভাবছি ডেসটিনি করব তোমাদের খবর কি বল?কেমন টাকা ইনকাম করলা,বাসায় টাকা পয়সা দাও নাকি? এই কথা শুনার সাথে সাথে তার মুখ কাল হয়ে গেল কোন মতে নিজেকে সামলে বলল আমি তো ছেড়ে দিছি।আমি বললাম কি বললে?আমি ভাবলাম কি আর হল কি?বলে, আর শরম দিওনা।আমি বললাম পুরুষ মানুষের আবার শরমের কি?সে শুধু অন্য কথায় যেতে চায়।শেষে বলে তুমি ছাড়া ডেসটিনি হয় নাকি?আমি বললাম মানে?আমদের বাসার সামনে না অফিস ছিল?সে বলে সেটা তো অনেক আগেই অফ হয়ে গেছে!!! অতঃপর সে তার সব টাকা লস দিয়ে চলে আসছে টাকা ইনকাম তো দূরের কথা!!!!
এই হল আমাদের ডেসটিনির গতি বিধি!!!!!!!!!!!!!!!
আমিও একবার এই উটকো ঝামেলায় পড়ছিলাম ওরে বাবা আর কি ছাড়া পাই।না পারি ছুটতে না পারি খারাপ ব্যবহার করতে।মনে মনে বলতাম ছাইড়া দে মা কাইনদা বাচি...
দুই বছর আগে এক সিনিয়র ভাই বলে আমরা তো একটা ব্যবসা শুরু করছি,ভাল টাকা পয়সা ইনকাম করা যাবে,এখনো বাসা থেকে টাকা পয়সা আন শরম লাগেনা।আমি বললাম শরমের কি আছে ?এখনও তো চাকরি করিনা কিভাবে টাকা দিব?সে বলল কোন টেনশন করবেনা আমাদের সাথে থাক দেখবা ঘরে বসেই তুমি মাসে কেমনে টাকা আয় কর।আরো বলে ফামেসী পড়ে কয় টাকার চাকরি করবা?আমি তো চাকরি করব না।তখন আমি মনে মনে ভাবলাম আমি কই যাইতেছি বেহেশতে না কি!! দুনিয়া এত সোজা হল কবে?তার পর মনের কথা গোপন করে বললাম ঘটনা কি খুলাশা করেন।বলে এটা খুলাশা করার কিছু নাই।তোমার বাসার সামনেই আমদের অফিস হবে একদিন আইসো।বললাম ওকে আসব(মনে মনে বললাম তোমার অফিসে আমি যাব খেয়ে দেয়ে কাজ নাই)।
এর কয়েক দিন পরের কথা আমি ক্লাশে একা বসে পড়তেছিলাম আমার এক ক্লাশমেট এসে বলে তোমার সাথে আমার একটা কথা আছে।বললাম কি কথা বল(মনে ভয় প্রেমের অফার দিয়ে বসে নাকি)।সে তখন সেই সিনিয়র ভাইয়ার ঘটনা আবার বিবরন করল।এটা অনেক ভাল ব্যবসা এই সেই আরো কত কি..এবং জোড় করে খাতায় একে কি কি যেন বুঝাল এক হাত থেকে নাকি শত শত হাত হবে আরো....।আমি তখন ভাবলাম শুধু আমাকে এগুলো বলে কেন?কি পাইল সবাই
পরের দিন ক্লাশে গিয়ে কয়েক জন কে ঘটনা বললাম তখন তারা বলে আরে এইটা তো পুরান কাহিনী।তাদের নাকি আলাদা আলাদা ডেকে নিয়ে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে তার পরও কাবু করতে না পেরে আমার কাছে গেছে।শুনে হাসতে হাসতে পেটে খিল লেগে যাবার...
এর পর অনেক দিন কেটে গেছে।ডেসটিনি অফ,এটা নিয়ে কাউকে আর তেমন কথা বলতে দেখিনা ক্লাশে।গত কাল হঠাত আমার সেই ক্লাশমেট দেখি একা একা বসে আছে ,মনের ভিতর একটু শয়তানির উদয় হল।কারন এখন তো ডেসটিনি নিয়ে হাউ কাউ চলছে।ওকে বললাম ভাবছি ডেসটিনি করব তোমাদের খবর কি বল?কেমন টাকা ইনকাম করলা,বাসায় টাকা পয়সা দাও নাকি? এই কথা শুনার সাথে সাথে তার মুখ কাল হয়ে গেল কোন মতে নিজেকে সামলে বলল আমি তো ছেড়ে দিছি।আমি বললাম কি বললে?আমি ভাবলাম কি আর হল কি?বলে, আর শরম দিওনা।আমি বললাম পুরুষ মানুষের আবার শরমের কি?সে শুধু অন্য কথায় যেতে চায়।শেষে বলে তুমি ছাড়া ডেসটিনি হয় নাকি?আমি বললাম মানে?আমদের বাসার সামনে না অফিস ছিল?সে বলে সেটা তো অনেক আগেই অফ হয়ে গেছে!!! অতঃপর সে তার সব টাকা লস দিয়ে চলে আসছে টাকা ইনকাম তো দূরের কথা!!!!
এই হল আমাদের ডেসটিনির গতি বিধি!!!!!!!!!!!!!!!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন