সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের আওতায় আনতে হবে

প্রায় ৫ বছর পুর্বে পাকিস্তানের জনৈক মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন – সেদেশের মাদ্রাসা গুলোতে প্রতি বছর প্রায় ২ হাজারের মতো সমকামী ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই। পত্রিকায় প্রায়ই দেখা যায়, মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের কাছে শিশু-কিশোররা ধর্মীয় শিক্ষা নিতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হচ্ছে । আমার বিশ্বাস, সমগ্র দেশে জরিপ করা হলে এদেশেও প্রতিবছর ২/৩ হাজারের মতো সমকামীর ঘটনা পাওয়া যাবে। কোন জায়গায় এজাতীয় ঘটনা ঘটলে এলাকার লোকজন সংশ্লিষ্ট অপরাধীকে সামান্য শাস্তি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয় বটে; কিন্তু ওই ব্যক্তি অন্যত্র গির্য়ে যে একই অপকর্ম করছে না, এর নিশ্চয়তা কোথায় ! হেফাজতে ইসলাম কর্তৃক উথ্বাপিত ১৩ দফার দাবির মধ্যে চার ও পাঁচ নম্বর দাবিতে বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, নারী নীতি বাতিলের দাবী রয়েছে। কিন্তু কোথাও সমকামীর বিরুদ্ধে কিছু বলা হয়নি। কয়েকটি পশ্চিমা দেশে সমকামীতাকে আইনি বৈধতা দিলেও ইসলামী আইনে এটি জঘন্য অপরাধ হিসাবে স্বীকৃত। পবিত্র কোরআনে এই অপকর্মের কারণে লুত জাতি ধবংস হয়ে যাওয়ার কথা বলা আছে। শরিয়া আইনে এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রয়েছে। সরকারের উচিত হবে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতেই নয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যেন এ অপরাধ না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া । সেজন্য সর্বাগ্রে প্রয়োজন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একক স্থানীয় কর্তৃপক্ষের অধীনে নিয়ে আসা । সুত্র: মোশাররফ হোসেন মুসা- স্হানীয় সরকার বিষয়ক লেখক।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb