হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের
মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কুরআন সুন্নাহর
আলোকে তাওহিদী জনতাকে সাথে নিয়ে আল্লাহর দ্বীনের সুরক্ষা ও পরিপূর্ণরূপে
প্রতিষ্ঠার সংগ্রামে রত একটি সম্পূর্ণ অসহিংস, অহিংস, সুশৃঙ্খল অরাজনৈতিক
সংগঠন। যে সংগঠনের সাথে ইসলামের দৃষ্টিতে অপরাধ হিসেবে বিবেচিত সকল
কর্মকা-ের রয়েছে বৈরিতা। আমরা মনে করি, জাতীয় ও আন্তর্জাতিক ইসলামবিদ্বেষী
সংঘবদ্ধ চক্রের হাত থেকে এদেশ ও দেশের মানুষকে রক্ষা করার মতো স্বাধীন
চিন্তা চেতনা কেবল আমাদেরই আছে। আল্লাহ ছাড়া আমাদের কোন অভিভাবক নেই।
তিনি বলেন, যারা মুমিন, মুসলমান, সরকারী দল হোক বা বিরোধী দল, তাদেরকে বিশ্বব্যাপী মুসলিম নিধন, বাংলাদেশ, মিয়ানমার, সিরিয়ার গণহত্যা, ১৫ কোটি মুসলামানের দেশে নাস্তিক মুরতাদ, ও আল্লাহদ্রোহীদের নবীজী সা.-এর অবমাননাসহ পাঠ্য পুস্তকে ও শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকিয়ে এ জাতীকে বদলে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, উলামায়ে কিরাম জাতির বিবেক। আল্লামা শাহ আহমদ শফী তাদের পুরোধা। আমরা তাওহিদী জনতাকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। মহান আল্লাহ ও তার রাসূল সা. ছাড়া আর কারও লেজুড়ভিত্তি করি না। আমরা সর্বমহলকে অনুরোধ করছি, নাস্তিক, ইসলামের শত্রদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন।
তিনি বলেন, আমরা যৌক্তিক, বুদ্ধিভিত্তিক অসহিংস আন্দোলনের মাধ্যমে আল্লাহর রাসূল সা. প্রদর্শিত পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও হেফাজতে নিবেদিত একটি শক্তিশালী সংগঠন। মক্কার কিবলার দিকে সেজদাকারী কোটি কোটি মুসলমান এই সংগঠনের সদস্য। ইলেক্ট্রনিক্স, ও প্রিন্ট মিডিয়ার সকল ভাই বোনদের বলতে চাই, আপনারা দয়া করে আমাদেরকে কারও বি-টিম, সি-টিম বানিয়ে এটিকে ছোট করবেন না।
দেশের ইসলামপ্রিয় কোটি কোটি মুসলমান আখেরী নবীর সা. প্রাণপ্রিয় উম্মতদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, কাফের, মুশরিক, নাস্তিক মুরতাদদের হাজারও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা আপনাদেরকে চির কাংখিত ইসলামের গন্তব্যেই নিয়ে যাবো। তারই প্রথম ধাপ হচ্ছে ৬ এপ্রিলের সারাদেশ থেকে ঢাকা অভিমুখে লংমার্চ। স্বার্থান্বেষীদের কোন কথায় কান না দিয়ে এদেশের বিজ্ঞ আলেম উলামাদের প্রতি আপনারা যে আস্থা দেখাচ্ছেন তা অব্যাহত রেখে সকল নবী রাসূল ও তাদের অনুসারীরে মতো আল্লাহ তাআলার নির্ধারিত কঠিন পরীক্ষাসমূহ পার হতে প্রস্তুত থাকুন। ৬ই এপ্রিলের লংমার্চ সফল করুন। আমরা মহান রবের কাছে সাহায্য চাই। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের হবেই।
আজ সোমবার সকাল ১০টায় লালবাগস্থ অস্থায়ী কার্যালয়ে ৬ এপ্রিলের লংমার্চের স্বেচ্ছাসেবা দানে আগ্রহী ইসলামী ছাত্র খেলাফতের ৩১৩ জনের শহীদী কাফেলা ও ঢাকার পার্শ¦বর্তী অঞ্চলের বিভিন্ন দায়িত্বশীলদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল হাই ফারুকী,মাওলানা ফারুক আহমদ, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা মনসূরুল হক, মাওলানা ইয়াকুব গাজী, মাওলানা ইসহাক, মাওলানা আবদুল আজিজ, মাওলানা গাজী ইয়াকুব উসমান,ছাত্র খেলাফত সভাপতি আনসারুল হক ইমরান, সেক্রেটারী খোরশেদ আলম, ছাত্র কল্যাণ সম্পাদক আল আমিন আজাদ, ঢাকা বিভাগীয় সম্পাদক মাহমুদুল হাসান আরাবী প্রমুখ
তিনি বলেন, যারা মুমিন, মুসলমান, সরকারী দল হোক বা বিরোধী দল, তাদেরকে বিশ্বব্যাপী মুসলিম নিধন, বাংলাদেশ, মিয়ানমার, সিরিয়ার গণহত্যা, ১৫ কোটি মুসলামানের দেশে নাস্তিক মুরতাদ, ও আল্লাহদ্রোহীদের নবীজী সা.-এর অবমাননাসহ পাঠ্য পুস্তকে ও শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকিয়ে এ জাতীকে বদলে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, উলামায়ে কিরাম জাতির বিবেক। আল্লামা শাহ আহমদ শফী তাদের পুরোধা। আমরা তাওহিদী জনতাকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। মহান আল্লাহ ও তার রাসূল সা. ছাড়া আর কারও লেজুড়ভিত্তি করি না। আমরা সর্বমহলকে অনুরোধ করছি, নাস্তিক, ইসলামের শত্রদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন।
তিনি বলেন, আমরা যৌক্তিক, বুদ্ধিভিত্তিক অসহিংস আন্দোলনের মাধ্যমে আল্লাহর রাসূল সা. প্রদর্শিত পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও হেফাজতে নিবেদিত একটি শক্তিশালী সংগঠন। মক্কার কিবলার দিকে সেজদাকারী কোটি কোটি মুসলমান এই সংগঠনের সদস্য। ইলেক্ট্রনিক্স, ও প্রিন্ট মিডিয়ার সকল ভাই বোনদের বলতে চাই, আপনারা দয়া করে আমাদেরকে কারও বি-টিম, সি-টিম বানিয়ে এটিকে ছোট করবেন না।
দেশের ইসলামপ্রিয় কোটি কোটি মুসলমান আখেরী নবীর সা. প্রাণপ্রিয় উম্মতদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, কাফের, মুশরিক, নাস্তিক মুরতাদদের হাজারও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা আপনাদেরকে চির কাংখিত ইসলামের গন্তব্যেই নিয়ে যাবো। তারই প্রথম ধাপ হচ্ছে ৬ এপ্রিলের সারাদেশ থেকে ঢাকা অভিমুখে লংমার্চ। স্বার্থান্বেষীদের কোন কথায় কান না দিয়ে এদেশের বিজ্ঞ আলেম উলামাদের প্রতি আপনারা যে আস্থা দেখাচ্ছেন তা অব্যাহত রেখে সকল নবী রাসূল ও তাদের অনুসারীরে মতো আল্লাহ তাআলার নির্ধারিত কঠিন পরীক্ষাসমূহ পার হতে প্রস্তুত থাকুন। ৬ই এপ্রিলের লংমার্চ সফল করুন। আমরা মহান রবের কাছে সাহায্য চাই। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের হবেই।
আজ সোমবার সকাল ১০টায় লালবাগস্থ অস্থায়ী কার্যালয়ে ৬ এপ্রিলের লংমার্চের স্বেচ্ছাসেবা দানে আগ্রহী ইসলামী ছাত্র খেলাফতের ৩১৩ জনের শহীদী কাফেলা ও ঢাকার পার্শ¦বর্তী অঞ্চলের বিভিন্ন দায়িত্বশীলদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল হাই ফারুকী,মাওলানা ফারুক আহমদ, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা মনসূরুল হক, মাওলানা ইয়াকুব গাজী, মাওলানা ইসহাক, মাওলানা আবদুল আজিজ, মাওলানা গাজী ইয়াকুব উসমান,ছাত্র খেলাফত সভাপতি আনসারুল হক ইমরান, সেক্রেটারী খোরশেদ আলম, ছাত্র কল্যাণ সম্পাদক আল আমিন আজাদ, ঢাকা বিভাগীয় সম্পাদক মাহমুদুল হাসান আরাবী প্রমুখ
Posted by
Abraham Lingkon