হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফীর উদ্দেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
বলেছেন, ‘আমি চার কালেমা পড়েছি। চার কালেমা যাঁরা বিশ্বাস করেন, তাঁদের
আপনি নাস্তিক বলার কে?’
৬ এপ্রিল হেফাজতের সমাবেশে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের ওই নেতা নাস্তিক বলায় মতিয়া চৌধুরী এ প্রশ্ন রাখেন। আজ মঙ্গলবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদ চত্বরে গরিব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করছিলেন তিনি। আজ উপজেলার ছয়টি ইউনিয়নের ছয় হাজার দরিদ্র ব্যক্তির মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।
কৃষিমন্ত্রী বলেন, কয়েকজন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে তাঁদের বিচার হবে। শাস্তি হবে। ইসলামের অবমাননাকারীদের কোনোভাবে সহ্য করা হবে না বলে জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজে ধর্মকর্ম পালন করেন। সংবিধান সংশোধনের সময় কিন্তু ইসলামকেই রাষ্ট্রধর্ম রেখেছেন। পাশাপাশি সব ধর্ম পালনের অধিকারের কথাও তিনি বলেছেন।
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির মধ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, একজনের উপার্জনে কিন্তু সংসার চলে না। তাই বাধ্য হয়েই নারীকে কাজ করতে হয়। ইসলামের প্রথম উম্মত ছিলেন বিবি খাদিজা। তাঁরও ব্যবসা ছিল। তিনি কিন্তু একজন নারীই ছিলেন।
হেফাজতে ইসলাম ও প্রজন্ম চত্বরের সমাবেশ সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, এ দেশে সবার আন্দোলন করার অধিকার রয়েছে।
মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবেদ আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোখছেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
৬ এপ্রিল হেফাজতের সমাবেশে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের ওই নেতা নাস্তিক বলায় মতিয়া চৌধুরী এ প্রশ্ন রাখেন। আজ মঙ্গলবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদ চত্বরে গরিব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করছিলেন তিনি। আজ উপজেলার ছয়টি ইউনিয়নের ছয় হাজার দরিদ্র ব্যক্তির মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।
কৃষিমন্ত্রী বলেন, কয়েকজন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে তাঁদের বিচার হবে। শাস্তি হবে। ইসলামের অবমাননাকারীদের কোনোভাবে সহ্য করা হবে না বলে জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজে ধর্মকর্ম পালন করেন। সংবিধান সংশোধনের সময় কিন্তু ইসলামকেই রাষ্ট্রধর্ম রেখেছেন। পাশাপাশি সব ধর্ম পালনের অধিকারের কথাও তিনি বলেছেন।
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির মধ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, একজনের উপার্জনে কিন্তু সংসার চলে না। তাই বাধ্য হয়েই নারীকে কাজ করতে হয়। ইসলামের প্রথম উম্মত ছিলেন বিবি খাদিজা। তাঁরও ব্যবসা ছিল। তিনি কিন্তু একজন নারীই ছিলেন।
হেফাজতে ইসলাম ও প্রজন্ম চত্বরের সমাবেশ সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, এ দেশে সবার আন্দোলন করার অধিকার রয়েছে।
মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবেদ আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোখছেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted by
Abraham Lingkon