খুব সহজ একটা পরীক্ষা দিয়ে ব্যাপারটা যাচাই করে নিতে পারেন। মুক্তিযুদ্ধের
ওপর একটি পোস্ট লিখুন। কিংবা সেটাও ঝামেলার মনে হলে মুক্তিযুদ্ধের কোনো
একটি পোস্টে ঢু মারুন। পোস্টের প্রতিক্রিয়ায় অবধারিত মন্তব্য দেখবেন শেখ
মুজিবুর রহমান, আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা ছাত্রলীগের সমালোচনায়,
নিদেনপক্ষে ভারতের। লেখককে নিশ্চিতভাবেই পোস্টের সঙ্গে নিতান্ত অপ্রাসঙ্গিক
অনেক বাকোয়াজি সইতে হবে। সেখানে পাল্টা কিছু বলার পর আপনি আওয়ামী লীগ
সদস্য হিসেবে চিহ্নিত হবেন। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা দলটির মতো আপনারও
পৈত্রিক সম্পত্তি বলে মশকরা চলবে। খুব খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এসব
মন্তব্যের গোপন বার্তাটা- মুক্তিযুদ্ধ ব্যাপারটা একটি রাজনৈতিক সংঘর্ষ
মাত্র। এর সঙ্গে জড়িতরা কেউই সৎ নন। ভারতের সমর্থনে পাকিস্তান ভাঙ্গার সফল
চক্রান্তটি সেরে, বাকশালের ব্যানার টানিয়ে দেশটা লুটেপুটে খেয়েছে তারা। বেশ
বিশ্বাসযোগ্যভাবেই তারা এসব বলে যা অন্য পাঠকদের মননে সূক্ষভাবে
বিভ্রান্তি ঢোকানোর অপপ্রয়াসমাত্র। এই স্লো পয়জনিংটা পরিকল্পিত এবং একটি
বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা করে আসছে। দলটির নাম জামাতে ইসলামী। এর ছাত্র
সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাই মূলত বেশী একটিভ। তা স্বাধীনতার
স্বপক্ষের শক্তির চরিত্রহানী করে তাদের কি লাভ? স্রেফ নিজেদের স্বাধীনতার
বিপক্ষ শক্তি হিসেবে চিন্হিত হয়ে যাওয়ার প্রতিষেধ হিসেবে, কবচ হিসেবে
ব্যবহার। ওই খারাপ লোকগুলো স্রেফ রাজনৈতিক বিরোধীতার জন্য তাদের নুরানী
চেহারার মুমিন নেতাদের মিছেমিছি রাজাকার বলে গালি দেয়- এই তত্বটা জায়েজ
করা। -পিয়াল!
এটা হচ্ছে আমাদের ব্লগীয় প্যাটার্ন! বাস্তব জীবনেও এর ব্যতিক্রম নয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রেও একি জিনিস দেখা গ্যাছে! এমন সব কথা বলে, শোনে মাথা গরম হয়ে যায়! কিন্তু এই যে তাদের এত শত প্রপাগ্রান্ডা তবুও এইদেশের অধিকাংশ মানুষই জামাত শিবিরকে ঘৃণা করে । এখন কথা হচ্ছে- ঠিক কি কি কারণে জামাত শিবিরকে ঘৃণা করে মানুষ সে বিষয় একটু ভালোভাবে জানা, আপনি যদি নাই জানেন কেন জামাত-শিবির ঘৃণ্য তাহলে তাদের প্রপাগ্রান্ডার বিরুদ্ধে কখনও জিততে পারবেন না!
জামাত শিবির কেন আমরা ঘৃণা করি অথবা যুদ্ধাপরাধী বিচার হলেই কি জামাত-শিবির সবার কাছে গ্রহণযোগ্য হবে ?
জামাত-শিবিরকে ঘৃণা করার কিছু কারণঃ
১। একাত্তুরে মুক্তিযুদ্ধের বিরোধীতা করা
২। ধর্মের নামে রাজনীতি করা
৩। শিবির মুখে আদর্শের কথা বললেও তাদের নৃশংসা সর্বজনস্বীকৃত
আরো কারণসমূহ এবং এটা নিয়ে মতামত আশা করতেছি সবার কাছে ।!
এটা হচ্ছে আমাদের ব্লগীয় প্যাটার্ন! বাস্তব জীবনেও এর ব্যতিক্রম নয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রেও একি জিনিস দেখা গ্যাছে! এমন সব কথা বলে, শোনে মাথা গরম হয়ে যায়! কিন্তু এই যে তাদের এত শত প্রপাগ্রান্ডা তবুও এইদেশের অধিকাংশ মানুষই জামাত শিবিরকে ঘৃণা করে । এখন কথা হচ্ছে- ঠিক কি কি কারণে জামাত শিবিরকে ঘৃণা করে মানুষ সে বিষয় একটু ভালোভাবে জানা, আপনি যদি নাই জানেন কেন জামাত-শিবির ঘৃণ্য তাহলে তাদের প্রপাগ্রান্ডার বিরুদ্ধে কখনও জিততে পারবেন না!
জামাত শিবির কেন আমরা ঘৃণা করি অথবা যুদ্ধাপরাধী বিচার হলেই কি জামাত-শিবির সবার কাছে গ্রহণযোগ্য হবে ?
জামাত-শিবিরকে ঘৃণা করার কিছু কারণঃ
১। একাত্তুরে মুক্তিযুদ্ধের বিরোধীতা করা
২। ধর্মের নামে রাজনীতি করা
৩। শিবির মুখে আদর্শের কথা বললেও তাদের নৃশংসা সর্বজনস্বীকৃত
আরো কারণসমূহ এবং এটা নিয়ে মতামত আশা করতেছি সবার কাছে ।!
Posted by
Abraham Lingkon