খুব সহজ একটা পরীক্ষা দিয়ে ব্যাপারটা যাচাই করে নিতে পারেন। মুক্তিযুদ্ধের
ওপর একটি পোস্ট লিখুন। কিংবা সেটাও ঝামেলার মনে হলে মুক্তিযুদ্ধের কোনো
একটি পোস্টে ঢু মারুন। পোস্টের প্রতিক্রিয়ায় অবধারিত মন্তব্য দেখবেন শেখ
মুজিবুর রহমান, আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা ছাত্রলীগের সমালোচনায়,
নিদেনপক্ষে ভারতের। লেখককে নিশ্চিতভাবেই পোস্টের সঙ্গে নিতান্ত অপ্রাসঙ্গিক
অনেক বাকোয়াজি সইতে হবে। সেখানে পাল্টা কিছু বলার পর আপনি আওয়ামী লীগ
সদস্য হিসেবে চিহ্নিত হবেন। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা দলটির মতো আপনারও
পৈত্রিক সম্পত্তি বলে মশকরা চলবে। খুব খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এসব
মন্তব্যের গোপন বার্তাটা- মুক্তিযুদ্ধ ব্যাপারটা একটি রাজনৈতিক সংঘর্ষ
মাত্র। এর সঙ্গে জড়িতরা কেউই সৎ নন। ভারতের সমর্থনে পাকিস্তান ভাঙ্গার সফল
চক্রান্তটি সেরে, বাকশালের ব্যানার টানিয়ে দেশটা লুটেপুটে খেয়েছে তারা। বেশ
বিশ্বাসযোগ্যভাবেই তারা এসব বলে যা অন্য পাঠকদের মননে সূক্ষভাবে
বিভ্রান্তি ঢোকানোর অপপ্রয়াসমাত্র। এই স্লো পয়জনিংটা পরিকল্পিত এবং একটি
বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা করে আসছে। দলটির নাম জামাতে ইসলামী। এর ছাত্র
সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাই মূলত বেশী একটিভ। তা স্বাধীনতার
স্বপক্ষের শক্তির চরিত্রহানী করে তাদের কি লাভ? স্রেফ নিজেদের স্বাধীনতার
বিপক্ষ শক্তি হিসেবে চিন্হিত হয়ে যাওয়ার প্রতিষেধ হিসেবে, কবচ হিসেবে
ব্যবহার। ওই খারাপ লোকগুলো স্রেফ রাজনৈতিক বিরোধীতার জন্য তাদের নুরানী
চেহারার মুমিন নেতাদের মিছেমিছি রাজাকার বলে গালি দেয়- এই তত্বটা জায়েজ
করা। -পিয়াল!
এটা হচ্ছে আমাদের ব্লগীয় প্যাটার্ন! বাস্তব জীবনেও এর ব্যতিক্রম নয়। নিজের
ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রেও একি জিনিস দেখা গ্যাছে! এমন সব কথা বলে,
শোনে মাথা গরম হয়ে যায়! কিন্তু এই যে তাদের এত শত প্রপাগ্রান্ডা তবুও
এইদেশের অধিকাংশ মানুষই জামাত শিবিরকে ঘৃণা করে । এখন কথা হচ্ছে- ঠিক কি কি
কারণে জামাত শিবিরকে ঘৃণা করে মানুষ সে বিষয় একটু ভালোভাবে জানা, আপনি যদি
নাই জানেন কেন জামাত-শিবির ঘৃণ্য তাহলে তাদের প্রপাগ্রান্ডার বিরুদ্ধে
কখনও জিততে পারবেন না!
জামাত শিবির কেন আমরা ঘৃণা করি অথবা যুদ্ধাপরাধী বিচার হলেই কি জামাত-শিবির সবার কাছে গ্রহণযোগ্য হবে ?
জামাত-শিবিরকে ঘৃণা করার কিছু কারণঃ
১। একাত্তুরে মুক্তিযুদ্ধের বিরোধীতা করা
২। ধর্মের নামে রাজনীতি করা
৩। শিবির মুখে আদর্শের কথা বললেও তাদের নৃশংসা সর্বজনস্বীকৃত
আরো কারণসমূহ এবং এটা নিয়ে মতামত আশা করতেছি সবার কাছে ।!
জামাত শিবির কেন আমরা ঘৃণা করি অথবা যুদ্ধাপরাধী বিচার করলেই কি জামাত-শিবির সবার কাছে গ্রহণযোগ্য হবে ? এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণমূলক পোস্ট !
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
ধর্মে অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত কথা প্রচারের অভিযোগে তিন নাস্তিক ব্লগারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ...
-
আজকাল লিনাক্স ব্যবহার করাটা সম্মানের বিষয় হয়ে দাড়িয়েছে। উইনডোজের পাশে লিনাক্স চালাই না বললে টেকি দুনিয়ায় মান সম্মান থাকেনা। লিনাক্স ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
সাংসদ শাওন স্বীকার করেছেন তার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে ইবরাহিম। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে স্তব্ধ হ্যে গিয়েছেন বলে তার জানাজাতেও আসতে পারেন ...
-
আমি দুটো সফটওয়্যার ডেভেলমেন্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। একটা ছিলো দুবাই ভিত্তিক কোম্পানী, আরেকটা দেশী। সবচেয়ে মজার কথা কি জানেন? কোনো মুরগ...
-
মানুষের দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ বরাবরই সাধারন মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই টাকা উপার্জনের উপায় খুজে বেড়ায় আর ...
-
নিকেতন থেকে বের হয়ে মুল রাস্তায় আসলাম ট্যাক্সি কিংবা অটোরিক্সার খোজে। সন্ধ্যে সাতটা বাজেনি তখনো। কর্পোরেট অফিসগুলোতে ছুটি হচ্ছে-এখন ভাড়ায় গ...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...
-
আমাকে একটা কাজ দাও। আমাকে একটা চাকরী দাও। অনেক রিকোয়েস্ট করার পরও কেউ কোন পার্ট টাইম জব দিতে পারেনি। শেষ মেস আমার এক বন্ধুর মাধ্যমে ডে...
-
‘ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে লাখ লাখ লোক ঢাকায় মহাসমাবেশে মিলিত হয়েছে’- এই মন্তব্য দিয়ে শুরু হয়েছে দ্য অস্ট্রেলিয...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন