ফেসবুক সঙ্গীত

বসে আছি পথ চেয়ে, ফেসবুক হোমপেজে, কতবার রিফ্রেশ মারি, নোটিফিকেশন আসেনা, আ,আ,আ, নোটিফিকেশন আসেনা। টাইমলাইনের মায়াজালে, কমেন্টের খরা চলে, ভিডিও শেয়ার দিয়ে দেখি কয়টা লাইক পড়ে। সবাই বুঝি ঘুমে এখন, লাইক আসেনা, আ, আ, আ,.... লাইক আসেনা। তোমরা সবাই আমায়, দিছো নাকি 'হাইড' করে? স্ট্যাটাসে কমেন্ট না পড়লে, ঘুম আসেনা। আরো একটা শেয়ার দিলাম, এইটা তো ১৮+, এইবার দেখি কেমনে আবার কমেন্ট পড়ে না, আ, আ, আ,... কমেন্ট পড়েনা। কোনো একদিন ভুল করে, দুপুরবেলা অনলাইন হইছি, স্যারে মোরে নক করে... "ক্লাস করোনা?" কম্পিউটার ল্যাবে বইসা ফেসবুকে ঢুকছিলাম আরকি... এখন আমি কেমনে কই, "ক্লাসেই তো আছি" ই, ই, ই,... ক্লাসেই তো আছি। আরে একি হইলো ধুরো! একাউন্ট কি হ্যাক হইছিলো? আমার নামে অশ্লীল ছবি, কে আপলোডাইলো? আহা একি ভেজাল ভাই? একাউন্ট দিছে ডিলিট করি.. এখন আমি কেমন করে নোটিফিকেশন পাই? ফেসবুক আমার ফেসবুক ওগো, তুমি আমার জীবন মরণ, তোমায় ছাড়া কিছু যে আর ভাল্লাগেনা। ভাবতাছি আবার আমি আরেকটা একাউন্ট খুলুম এইবার কিন্তু কট্ঠিন একটা পাসওয়ার্ড দিমু আমি, হ্যাকারের বাচ্চা তগো, গুষ্টি কিলাই, ই, ই, ই,... গুষ্টি কিলাই।

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb