Windows 7 tips

কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল। মনে আছে? আমি বেশ কিছু দিন আগে
একটি পোস্ট দিয়ে ছিলাম, কিভাবে আপনি আপনার উইন্ডোজ এক্সপি তে আপনার পরিচয়
দিবেন। আজকে আমি আপনাদের সাথে ঠিক একই টিপস টি শেয়ার করতে যাচ্ছি, তবে
তা আর উইন্ডোজ এক্সপি র জন্য নয়। আজকে আমি দেখাবো, কি ভাবে আপনি আপনার
উইন্ডোজ সেভেন এ আপনার পরিচয় দিবেন। উইন্ডোজ এক্সপি এর টিপসটি দেখার জন্য
এখানে
ক্লিক করুন

আপনার উইন্ডোজ সেভেন এর, ডেক্সটপ এ থাকা কম্পিউটার টির উপরে মাউস এর
কার্সর টি রেখে রাইট বাটন টি চাপুন। এবং Properties এ যান। দেখুন,

,


আমরা চাচ্ছি এখানে আমাদের নিজের নাম দেখাবে।দয়া করে নিচের ধাপ গুলো অনুসরন করুন।

(বিঃদ্রঃ আমাদের কে এখানে উইন্ডোজ এর রেজিস্ট্রি নিয়ে কাজ করতে হবে।
উইন্ডোজ এর রেজিস্ট্রি ফাইল এ কাজ করা কিছুটা বিপদ জনক, তাই আমি অনুরোধ
করব, উইন্ডোজ এর রেজিস্ট্রি তে কাজ করার আগে তা ব্যাকআপ অথবা, কি কি এবং
কোথায় কোথায় পরিবর্তন করলেন তার স্ক্রিন শট নিয়ে রাখতে।)

১। প্রথমেই আপনার পছন্দের কোন একটি লোগো অথবা আপনার একটি ছবি নির্বাচিত
করুন। এবার তাকে, 120×120 পিক্সেলে নিয়ে যান। এবং OEMLogo.bmp নামে সেভ
করুন (লক্ষ রাখবেন, তা যেন .bmp ফরম্যাট এ সেভ হয়) ।এবার ছবি টাকে নিয়ে
আপনার উইন্ডোজ ডিরেক্টরির সিস্টেম ৩২ নামের ফোল্ডার এর মধ্যে পেস্ট করে দিন (এ ক্ষেত্রে ধরা যাক,  C: ড্রাইভ এর কথা বলছি, তাহলে লোকেশান টি হবে; C:\windows\system32\)

২। এবার আপনার কম্পিউটার এর স্টার্ট মেনু তে ক্লিক করে (সেভেন অর্ব)
সার্চ এর যায়গায় regedit লিখে enter এ চাপুন। দেখুন আপনার রেজিস্ট্রি এডিটর
টি খুলে গেছে।



এখন এখান থেকে আপনার কাজ হবে, HKEY_LOCAL_MACHINE >SOFTWARE>Microsoft>Windows>CurrentVersion>OEMInformation যাওয়া। দেখুন, কিছুই লিখা নেই, শুধু মাত্র ডিফল্ট নামের একটি ভেলু নেম
বানানো আছে।



৩। এখন রেজিস্ট্রি এডিটর এর ডান দিকের খালি অংশে মাউস এর কার্সর রেখে রাইট বাটন চাপুন, কি দেখছেন ?


New" নামের একটি মেনু, যাতে বিভিন্ন আইটেম আছে। এখান থেকে আমরা স্ট্রিং
ভেলু তে ক্লিক করব। দেখেছেন, একটি নতুন ভেলু তৈরি হয়েছে, যার ডিফল্ট নাম
হচ্ছে, New Value #1, এর নাম পরিবর্তন করে দিয়ে দিন, Logo .এবার Logo লিখা
আইটেম টির উপরে ডাবল ক্লিক করে একটি বক্স খুলে যাবে,


যেখানে আপনি আপনার ডাটা দিতে পারবেন, ডাটা র ঘরে দিয়ে দিন, আপনার লোগো
টি যেখানে রাখা আছে তার লোকেশান টি। এ ক্ষেত্রে হবে; C:\windows\system32\OEMLogo.bmp

৪। একি ভাবে, আপনি

Manufacturer
Model
SupportURL
SupportHours
SupportPhone

এর জন্য ভেলু বানিয়ে ফেলুন। আপনাদের সুবিধার জন্য নিচের ছবি টি দেখুন;

;


৫। এ ধাপে আর তেমন কোন কাজ নেই। আপনার রেজিস্ট্রি এডিটর টিকে বন্ধ করে, আগের মতন আপনার কম্পিউটার এর Properties এ যান। কি দেখছেন ?

?


আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলো নাকি খারাপ লাগলো জানাতে ভুলবেন না যেন……

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb