উইন্ডোজ ভিস্তা ফ্লপ করার পর অনেকটা তাড়াহুড়ো করেই উইন্ডোজ সেভেন বাজারে অপ্রয়োজনীয় ফিচার বন্ধ করা উইন্ডোজ সেভেন এ এমন অনেক ফিচার রয়েছে, যেগুলো হয়তো আপনার প্রয়োজন হয় । সেখানে 'Turn Windows features on or off' এ ক্লিক করুন। এরপর যে প্রোগ্রামগুলো আপনার প্রয়োজন নেই ই সেগুলো থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। এরপর কিছুক্ষন সময় লাগবে উইন্ডোজ ৭ এর প্রশস্থ টাস্কবারটি বরাবরই আমার বিরক্ত লাগে।যারা ১০২৪*৭৬০ টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এরপর টাস্কবার ট্যাবের অধিনে থাকা Use Small Icon এর পাশের বক্সে টিক দিন। এরপর OK বাটনে ক্লিক করুন। that's it ঝামেলা বিদায় ভিস্তার মত উইন্ডোজ সেভেনেও ডিফল্টভাবে রান কমান্ডটি লুকানো থাকে। আবারও টাস্কবারে রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। এরপর Start Menu ট্যাব এ ক্লিক করে Customize এ ক্লিক করুন। স্ক্রল করে নিচে নামুন। এরপর Run Command এর পাশে থাকা চেকবক্সে টিক চিহ্ন দিয়ে OK করুন। এখন থেকে
আনে মাইক্রোসফট। খুব একটা আলোড়ন সৃস্টি করতে না পারলেও, ভালোই এগিয়ে চলেছে
উইন্ডোজ সেভেন। যদিও এক্সপি এখনোও সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিসটেম।
ভিস্তা বাজারে আসার পরও যারা এক্সপি ছাড়ার চিন্তা করেননি, তারা এখন আস্তে
আস্তে উইন্ডোজ সেভেন এর দিকে ঝুঁকে পড়ছেন। পরিসংখ্যান থেকে জানা গেছে, বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ২৭.৫৫% পাঠক উইন্ডোজ সেভেন ব্যবহার করেন। আর
তাদের জন্য আজ থাকছে কয়েকটি
টিপস এন্ড ট্রিকস।
না। এই সকল অপ্রয়োজনীয় ফিচার ইচ্ছা করলে আপনি বন্ধ করে রাখতে পারবেন।
প্রথমে Start মেনু থেকে Control Panel এ ক্লিক করুন। এরপর প্রোগ্রামস এ
ক্লিক করলে নিচের মত একটি ছবি দেখতে পাবেন।
কাজটি সম্পাদন করতে। পরবর্তীতে আবার টিক চিহ্ন দিয়ে সেই প্রোগ্রামটি ফিরিয়ে
আনতে পারবেন।
টাস্কবারকে সংকীর্ন করুন
পিক্সেল এর মনিটর ব্যবহার করেন, টাস্কবার এর কারনে তাদের স্ক্রীনটি ছোট
হয়ে যায়। এবার দেখা যাক এই মোটা টাস্কবারটিকে ধোলাই দিয়ে কিছুটা চিকন করা
যায় কিনা!
রান কমান্ড ফিরিয়ে আনুন
এক্সপি ব্যবহারকারীরা সাধারনত স্টার্ট মেনু থেকে রান কমান্ড ব্যবহার করে
অভ্যস্ত। রান কমান্ড ফিরিয়ে আনার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন।
স্টার্ট মেনুতে রান কমান্ড দেখা যাবে। উইন্ডোজ সেভেন এর আরও একটি দারুন
টিপস দেখতে পারেন
আনাস
ভাইয়ের
এই পোস্টে।
Tips for w7
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
সিলেটের যুবক সুমন ও জাকিরের সঙ্গে হোটেল কক্ষে সমকামিতায় লিপ্ত ছিল বৃটিশ নাগরিক এ্যালেন হাওয়ান ডিপ্পন। এই খবর আসে সিলেটের কোতোয়ালি থানা ...
-
প্রায় ৫ বছর পুর্বে পাকিস্তানের জনৈক মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন – সেদেশের মাদ্রাসা গুলোতে প্রতি বছর প্রায় ২ হাজারের মতো সমকামী ঘটন...
-
কুইনদাও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝ্যাং বেই-চুয়ান সম্প্রতি প্রকাশ করেছেন, চীনের প্রায় ১৬ মিলিয়ন মহিলা গে পুরুষকে বিয়ে করে। তার মতে চীনের মোট ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
সমকামিতা ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য নয়, সামাজিকভাবেও গ্রহণযোগ্য নয়, ধর্মীয়ভাবে ইসলাম ধর্মেও গ্রহণযোগ্য নয়, চিকিত্সা বিজ্ঞানেও গ্রহণ...
-
সারা পৃথিবীতে যখন সমকামীদের নিয়ে প্রচন্ড আলোড়ন- উন্নত বিশ্বর কোন কোন দেশে যখন সমকামীদের বৈবাহিক বৈধতা দেয়া হচ্ছে- ঠিক সে সময়টাতেও কিন্তু র...
-
রাজীবের ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নেই। রাজীব মারা যাওয়ার পর থেকেই দেখছি সে নাস্তিক না আস্তিক এই বিতর্ক শুরু হয়েছে। কেউ তাকে ...
-
কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভাল। মনে আছে ? আমি বেশ কিছু দিন আগে একটি পোস্ট দিয়ে ছিলাম , কিভাবে আপনি আপনার উইন্ডোজ এক্সপি তে আপনার প...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...
-
সারা বিশ্বে সমকামীতা যেভাবে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে তা সমাজবিদ্যায় একটা খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু আমার কথা তা নয়। আমরা বাঙালীরা সাধারণত ...


0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন