বাংলাদেশের প্রেক্ষাপট ও ডেসটিনি ২০০০ লিঃ । যাহারা এটি সম্পর্কে জানে না কিংবা জানলে ও ওল্টা পালটা জানে তাদের জন্যই এই পোষ্ট- খুবি অল্প কথায় বলবো কেনোনা বুদ্ধিমানেরা অল্পতেই বোঝে আর মূর্খরা এইখানে থাকে না....

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপক ভাবে সারা জাগানো একটি মাত্র কোম্পানি যার নাম ডেসটিনি ২০০০ লি
যার সম্পর্কে কিছু এতিকথা-
কথাগুলো কে কিভাবে গুছুয়ে বলবো জানি না আর কোথায় থেকে শুরু করবো তাও জানি না কেনো না আমার জানা মতে ডেসডিনি এখন বিশাল আকার ধারন করেছে যা বাংলাদেশ নামক এই ছোট্ট দেশের বিশাল পরিবর্তন চায় আর চায় আগামি বাংলাদেশটাকে বিশ্বের দরবারে একটি সফল রাষ্ট হিসেবে।
সেই সাথে বেকার মুক্ত , খুদা মুক্ত, ও সন্ত্রাস মুক্ত দেশ গরাড় স্বপ্ন দেখে যা আমার জানা মতে একমাত্র ডেসটিনি গ্রুপ ই দেখে এবং দেখায় ।

হয়ত অনেকেই ভাবছেন কেনো এই বিষয় নিয়ে আমি কথা বলছি-
কারন হলো আমি জানতে ভালোবাসি আর ভালো কাজে দেশের ঊন্নয়ন মুলক কাজে চেষ্টা করি অংশ গ্রহন করতে।
সত্যি কথা বলতে কি আমি ও জানতাম না কিছু তবে স্যামুতে এই কম্পানি সম্পর্কে অনেক খারাপ খারাপ কমেন্ট ও পোষ্ট দেখে ভালোভাবে জানার জন্য বেশ কয়েকবার গিয়েছিলাম তো যাই হোক ভালো লেগেছে এই জন্য যে তারাই দেখামাত্র একমাত্র কোম্পানি দেশকে নিয়ে ভাবে!!!

লজ্জা হলে ও বলতে বাধ্য হচ্ছি আমরা সেই দেশে বাস করি-
যে দেশের লোকদের মন মানষিকতাটা এমন যে সবাই পন্ডিত!!!
চায়ের দোকানে বসে নিজ কর্ম ফেলে রেখে প্রধানমন্ত্রিদের ভূল ধরে কাজের কেন তারা এটা করলো ওটা কেনো করলো না।

আমি দেখেছি আমার বেশ কিছু বন্ধুদের জারা ডেসটিনি নামক প্লাটফরম থেকে নিজেকে স্ববলম্ভি করতে পেরেছে ও পরিবার কে ও সাপর্ট দিচ্ছে।

আবার এমন ও ওনেক বন্ধু আছে যারা অনার্স ফাইনাল ইয়ারে এসে ও সেভ করা থেকে শুরু করে যাবতিয় কাজের সময় পরিবারের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয়। ঠিক সেই সময় যদি কেঊ নিজে কিছু করে নিজের পরালেখার খরছ চালানোর জন্য ডেসটিনিতে কাজ করে তাতে তার কি সমস্যা ভাই যার কারনে নানা ভাবে কটু কথা বলে তাকে অপমান করার অপচেষ্টা চালানো হয়। সেই বন্ধু কি পারবে তার দারিদ্রতার অভিসাপ থেকে মুক্ত করে আর দশটা ছেলের মত লেখা পড়ার ব্যাবস্থা করে দিতে। বাংলাদেশের সবাই কি আমাদের মত বিত্তশালি পরিবারে জন্ম নেই ?

ভাবতে খুব কষ্ট হয়-
নিজে কাউকে হেল্প করবো না আবার কেউ যদি নিজ পরিশ্রমে কিছু একটা করে এগিয়ে জেতে চায় তবে কেনো তাকে নিয়ে সমালোচনা ?

আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখুনতো পারবেন কি কারো কর্ম সংস্থান করে দিতে ?
আপনি পারলে ও আমরা কি পারবো ?

যদি না পারি- তবে যারা পারে তাদের বাহবা না দিয়ে তিরস্কার করার কোন অধিকার আছে কি ?

আমি যতদূর দেখেছি ডেসটিনি কার্যক্রমটা সত্যি অনেক ভালো । ব্যাক্তগত ভাবে ভালো লাগুক বা না লাগুক যারা ওটাকে ভালোবেসে দারিদ্রতার যাতাকল থেকে নিজেদের মুক্ত করতে চাচ্ছে তাদের সম্মান করি বা না করি অপমান করার কোন অধিকার কিন্তু নেই ।

আর একটা কথা-
টাকার জন্য না হলে ও অন্তত দেশের উন্নয়নের স্বার্থে নিজেকে ইনভল্ভ করার ডিসিসন নিয়েছি।

আপনাদের কারো সময় নষ্ট করার জন্য কিংবা উপদেশ দেবার নিমিত্তে এই পোষ্ট নয়-
যারা ডেস্টিনি নামক প্লাটফরম থেকে বাংলাদেশটার উন্নয়নের সিপাহি হিসেবে কাজ করে চলছে তাদের জানাতে, আমি ও আসছি -
তাদের সাথে বাংলাদেশের অর্থনিতিক মুক্তির আন্দোলনে.......

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb