বিল গেটসও ডেসটিনি ২০০০ এ জয়েন করেছেন।

মাইক্রোসফট এর ব্যবসা দিন দিন খারাপ হচ্ছে। বিল গেটস এর চিন্তায় ঘুম হচ্ছে। ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন দেশে ঘুরছিলো বিল গেটস।

গত সপ্তাহে গেল ভারতে। কাছেই বাংলাদেশ, গেটস ভাবলো, এই দেশের মানুষেরা একটু বোকা সোকা, এদের সাথে ব্যবসা করে একটু ভালো লাভ করা যাবে। মানুষ ও অনেক, তাই বাজার ও বড়। তাছাড়া বাংলাদেশের সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছে, তাই বাংলাদেশই হবে গেটসের ব্যবসার মোক্ষম জায়গা।

ভারত থেকে এই বার বিল গেটস ব্যবসা বাড়ানোর আইডিয়া নিতে আসলো ঢাকায়।এয়ারপোর্ট থেকে নেমে সি-এন-জি তে করে মতিঝিল যাচ্ছিলো, পথে মালিবাগ এসে তার সি-এন-জি নষ্ট হয়ে গেল। বেচারা সকাল ১০ টার সময় আর কোনো গাড়ি ও পায় না। হতাশ হয়ে দাড়িয়ে আছে।

হঠাৎ এক পোলা তাকে চিনে ফেলল।সাদা শার্ট , টাই পরা একজন বলল (যিনি সামুতে লিখে মাঝে মাঝে), আপনি অনেক ক্লান্ত, আসেন আমাদের অফিসে একটু এ-সি'র হাওয়া খেয়ে যান। আপনার মত মহামানবকে পেয়ে আমরা ধন্য।

অত:পর গেটস সরল মনে গেলো টেসটিনি ২০০০ এর অফিসে। তারপর চলল, গেটসের মগজ ঢোলাইয়ের পালা।

যাই হোক, গেটস ভাবল, তার ব্যবসাটা এখন খারাপ যাচ্ছে। ২ বছরের মধ্যে ডায়মন্ড মেম্বার হতে পারলে মন্দ হবে না। বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবসা সফল না হলেও, যদি ডায়মন্ড মেম্বার হতে পারে, তাহলে অন্তত তার প্লেন ভাড়াটা উঠে যাবে।

বিল গেটসের আসল পরিচয় পেয়ে ডেসটিনি এর চেয়ারম্যান উঠে আসল দেখা করতে। গেটসকে একটা নতুন ব্যবসার প্রস্তাব দিলো ডেসটিনি'র পক্ষ থেকে। ইমেইলে মার্কেটিং। গেটস ও রাজী হল।

তার প্রমাণ দেখলাম, একটু আগে কয়েকজনের ভায়া হয়ে গেটসের পাঠানো নোটিশ। আপনারা ও দেখেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb