আমাকে একটা কাজ দাও।
আমাকে একটা চাকরী দাও।
অনেক রিকোয়েস্ট করার পরও কেউ কোন পার্ট টাইম জব দিতে পারেনি। শেষ মেস আমার এক বন্ধুর মাধ্যমে ডেসটিনি-২০০০ লিমিটেড-এ একজন ডিসট্রিবিউটর হিসেবে জয়েন করি। আমি ডেসটিনি সম্পর্কে নেগেটিভ ছিলাম। তারপরও কোন উপায় না পেয়ে জয়েন করলাম।
বরিশালের মত একটা ছোট্ট শহরে এটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু জয়েন করার কিছু দিনের মধ্যে বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন সমালোচনা শুরু করে। কেউ বলে ভূয়া, কেউ বলে চাপাবাজ।অনেক সমালোচনা।
তবে সবথেকে বড় কথা হচ্ছে তারপরও আছি টিকে! কারন বড় কথা বলার বেলায় সবাই আছে। কিন্তু দেবার বেলায় সবাই বলে "আমিই মসজিদের খিচুড়ী খাই, তোমারে কি দিবো!"
বাস্তবতা তাই! অনেক নেগেটিভ থিংকি থেকে ডেসটিনি-তে জয়েন করি। কিন্তু যখন নেটওয়ার্ক মার্কেটিং-এর উপর রবার্ট টি. কিয়োসাকির "বিজনেস স্কুল - ফর দি পিপল, হু লাইক হেল্পিং পিপল" বইটা পড়লাম তখন ডেসটিনি এবং নেটওয়ার্ক মার্কেটিং-এর উপর সব নেগেটিভ ধারনাই চেঞ্জ হয়ে যায়। আসলে কি বোকা ছিলাম!
যাক, আমার সিনিয়র আপলাইন একটা কথা বলেন, "তুমি যদি কখনো সমালোচিতই না হও, তবে আলোচিত কখনোই হবেনা।"
আমাকে একটা চাকরী দাও।
অনেক রিকোয়েস্ট করার পরও কেউ কোন পার্ট টাইম জব দিতে পারেনি। শেষ মেস আমার এক বন্ধুর মাধ্যমে ডেসটিনি-২০০০ লিমিটেড-এ একজন ডিসট্রিবিউটর হিসেবে জয়েন করি। আমি ডেসটিনি সম্পর্কে নেগেটিভ ছিলাম। তারপরও কোন উপায় না পেয়ে জয়েন করলাম।
বরিশালের মত একটা ছোট্ট শহরে এটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু জয়েন করার কিছু দিনের মধ্যে বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন সমালোচনা শুরু করে। কেউ বলে ভূয়া, কেউ বলে চাপাবাজ।অনেক সমালোচনা।
তবে সবথেকে বড় কথা হচ্ছে তারপরও আছি টিকে! কারন বড় কথা বলার বেলায় সবাই আছে। কিন্তু দেবার বেলায় সবাই বলে "আমিই মসজিদের খিচুড়ী খাই, তোমারে কি দিবো!"
বাস্তবতা তাই! অনেক নেগেটিভ থিংকি থেকে ডেসটিনি-তে জয়েন করি। কিন্তু যখন নেটওয়ার্ক মার্কেটিং-এর উপর রবার্ট টি. কিয়োসাকির "বিজনেস স্কুল - ফর দি পিপল, হু লাইক হেল্পিং পিপল" বইটা পড়লাম তখন ডেসটিনি এবং নেটওয়ার্ক মার্কেটিং-এর উপর সব নেগেটিভ ধারনাই চেঞ্জ হয়ে যায়। আসলে কি বোকা ছিলাম!
যাক, আমার সিনিয়র আপলাইন একটা কথা বলেন, "তুমি যদি কখনো সমালোচিতই না হও, তবে আলোচিত কখনোই হবেনা।"
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন