এই মাথা দিয়ে ঢুকবেন ঐ মাথা দিয়ে কোটিপতি হইয়া বের হইবেন;)। মালয়েশিয়াতে যে এলাকায় আমরা যারা কুলি (সাধারন শ্রমিক) তাদের ভিতর আমার একটা গ্রহনযোগ্যতা আছে ;) কারন আমি ইন্টারনেট ইউজ করি:P । কবে পারমিট ছাড়বে দেশের কি খবর হরতালের কি খবর এসব জানার জন্য অনেকেই আমার কাছে ফোন করে :D। গত কয়েকদিন ধরে অনেকে আমার কাছে ফোন করে বলে ---- ভাই ডেস্টিনি কি? বাংলাদেশ থেকে কয়েকজন লোক এসে আমাদেরকে ডেস্টিনি করতে বলতেছ। তারা কোটি পতি হবার কথা বলে। তারা নাকি এইদেশে ও বড় অফিস নিছে কি যেন একটা সেমিনারে যেতে বলতেছে এখন আমারা কি করব? আমি বলি "ডেস্টিনি হলো কোটিপতি হবার যন্ত্র" একমাথা দিয়ে ঢুকবেন আর একমাথা দিয়ে কোটিপতি হইয়া বাহির হইবেন"। আমার কথায় একধরনে তাচ্ছিল্ল তারা টের পায় তারা বুঝতে পারে হয়তো আমি ডেস্টিনি পছন্দ করিনা। আমার প্রশ্ন হলো দেশের হাজার যুবকদের কে ৫/৬বছরে কোটিপতি বানানোর স্বপ্ন দেখাইয়া লেখাপড়া উন্নয়নমূলক কাজ বন্ধ করাইয়া প্রথম শ্রেণীর নাগরিক বানাইয়া গলায় টাই বান্ধাইয়া দিছে অথচ এই হাজার হাজার লোকগুলো যদি দৈনিক ১০ টাকার উৎপাদনমূখি কোন কাজ করত তাহলে দৈনিক লক্ষলক্ষটাকা আয় হতো। তা না করে দেশের যুবকশ্রেণীকে পঙ্গু করে এখন আমরা যারা প্রবাসে এসে দিনরাত পরিশ্রম করে দেশে টাকা পাঠাই তাদের কে পঙ্গুকরার পাইতারা চালাচ্ছে। সুতরাং এখনই সময় যাছাই বাছাই করা এই ডেস্টিনি কে কারা এর হোতা কি এদের উদ্দেশ্য? আমার মনে পড়ে ১৯৯৫ সালে গুলশানে টং চেং বিডি প্রডাক্ট নামের একটি নেটওয়ার্কিং বিজনেস প্রথম এই ব্যবসাটি শুরু করেছিলো তাদের প্রডাক্ট ছিলো ওয়াটার পিউরিফাইন্ড মেশিন যা দিয়ে আর্সেনিক মুক্ত জীবানুমুক্ত পানি পাওয়া যেত একই সাথে গরম পানি (চা তৈরির উপযোগি) শেষ পর্যন্ত সেটা বন্ধ হয়ে গিয়েছিলো তাদের যথাযথ অনুমোদন না থাকার কারনে আর তাদের আয়ের টাকা নাকি মাফিয়া লিডারদের হাতে চলে যেতো আমার কথা হলো ডেস্টিনির টাকা কোথায় যায় তা কি আমাদের দেশে থাকছে নাকি আবার কোথাও পাচার হয়? জানি এগুলো যাছাই বাছাই করার সময় কারো নাই এমনকি সরকারের ও নাই। কারন সরাকারের কোন একটা অংশ এদের থেকে সরাসরি সুবিধা পায় তা না হলে পাঁচ কোটি গাছ লাগাইতে (বিঘা প্রতি ১০৫টা) প্রায় ৪৭৬১৯০ বিঘা বা প্রায় ২৫০ বর্গমাইল খালি জমি দরকার এই জমির অনুমোন বা গাছ লাগানোর অনুমোদন তাদের কে বা কাহারা দিলো? কোটিপতিদের টাকার গরমে এখন এজন জেলা স্কুলের প্রধান শিক্ষক কে তার নিজ বিদ্যালয়ের ময়দানে ও শারীরিকভাবে লাঞ্চিত করতে দ্বিধাবোধ করেনা। সুতরাং সচেতন হোন সময় থাকতে।
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
আজকাল লিনাক্স ব্যবহার করাটা সম্মানের বিষয় হয়ে দাড়িয়েছে। উইনডোজের পাশে লিনাক্স চালাই না বললে টেকি দুনিয়ায় মান সম্মান থাকেনা। লিনাক্স ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
সাংসদ শাওন স্বীকার করেছেন তার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে ইবরাহিম। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে স্তব্ধ হ্যে গিয়েছেন বলে তার জানাজাতেও আসতে পারেন ...
-
পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে মাটি, পানি, আলো, বাতাস তাদের গুনাবলীর ভিত্তিতে যেখানে যে গাছ জন্মানো সম্ভব; সেখানেই সে গাছ রোপন করতে হবে। আমরা ...
-
আগামী ১৩ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্থর স্থাপন হতে যাচ্ছে দক্ষিন বাংলার ড্রিম টাওয়ার । ২৫ তলা ডেসটিনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্...
-
আমাদের দেশের মানুষ বোকা কিনা জানিনা তবে বার বার ঠকেও তারা কেন শেখে না? কত হায় হায় কোম্পানী এল গেল, টাকার লোভে তাদের পাতা ফাঁদে পা দিল মানু...
-
এই মাথা দিয়ে ঢুকবেন ঐ মাথা দিয়ে কোটিপতি হইয়া বের হইবেন;)। মালয়েশিয়াতে যে এলাকায় আমরা যারা কুলি (সাধারন শ্রমিক) তাদের ভিতর আমার একটা ...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...
-
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপক ভাবে সারা জাগানো একটি মাত্র কোম্পানি যার নাম ডেসটিনি ২০০০ লি যার সম্পর্কে কিছু এতিকথা- কথাগু...
-
নিচের পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আর কোন ভুল-ত্রুটি হলে, কিংবা নতুন কোন প্রতিষ্ঠান থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপড...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন