আজকের দিনের স্মার্ট একজন ব্যাক্তিত্যকে যদি জিজ্ঞেস করেন আপনার ফেইসবুক কিন্তু আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করবো তা হল ফেইসবুক আইডির নিরাপত্তা। ১। হুমকি ধমকি নট এলাউডঃ ২। মিশ্র পাশওয়ার্ড এর ব্যবহারঃ ৩। মাসে একবার হলেও পাসওয়ার্ড পরিবর্তন করুনঃ ৪। ব্যাক্তিগত তথ্য শেয়ারে সাবধানঃ ৫। অপরিচিতদের বন্ধু বানাবেন নাঃ ৬। লিঙ্কে ক্লিকে সতর্কতাঃ ৭। ইমেইল সতর্কভাবে চেক করুনঃ এই কয়েকটা পয়েন্ট কাজে লাগিয়ে আশাকরি আপনি বেশ শক্ত একটা অবস্থানে যেতে আজ এই পর্যন্তই। পরবর্তীকালে হয়তো আবারো হাজির হব অন্য কোনপোষ্টে। আর
আইডি আছে? এবং উত্তর না হবে এটা ভাবাই অনুচিত। কারন আজকাল ব্যক্তিগত
প্রয়োজন থেকে শুরু করে প্রফেশনাল সব কাজে এখন ফেইসবুক চাহিদা মিটাচ্ছে। এই
যেমন ধরেন চ্যাটিং থেকে
শুরু করে ভয়েস কল বা সবচেয়ে বড় ব্যাপার হল দূরে থেকেও কাছে থাকা। আর
ফেইসবুকের
জনপ্রিয়তার প্রমান আপনারা গত বছর অর্থাৎ ২০১০ এর দিকে তাকালেই বুঝতে পারবেন। কারন ইন্টারনেট ওয়ার্ল্ডে জায়েন্ট
গুগলকে
কে না চিনেন, সেই গুগলকে পিছিনে ফেলে সবচেয়ে
বেশি ভিজিটেড সাইট হিসেবে উঠে এসেছে ফেইসবুক
। অবশ্য এর আগের বছর এই ফেইসবুক ১০ এর ঘরেই ছিলো, এবং বিগত ৩-৪ বছর তারা সামনেই আগাচ্ছে। দেখা যাক গুগল আর এফবির খেলায় কে যেতে।
কারন সবারই কম-বেশি ২-১ টা আইডি ডিজেবল বা ব্লক হয়ে গিয়েছে ঠিক যেমনটি
আমার
ক্ষেত্রেও একবার ঘটেছিল। কিভাবে একটা আইডিকে অনাকাঙ্খিত আপদ থেকে রক্ষা
করা যায় সেটা আজকের আলোচনার মূল বিষয়। কারন একটা আইডি বিভিন্ন ভাবে
ক্ষতিগ্রস্থ হতে পারে, যেমন হ্যাক, পাসওয়ার্ড চুরি, রিপোর্ট খাওয়া বা
ব্যান হওয়া
ইত্যাদি। নিচে দেখা যাক এর প্রতিরোধের কিছু উপায়, যা অবলম্বন করলে হয়তো
আপনি ক্ষতি থেকে আপনার আইডি রক্ষা করতে পারবেননা, কিন্তু অনেকটা সুবিধাজনক
পর্যায়ে রাখতে পারবেন।
কাউকে ভুলেও, মজা করেও ফেইসবুকে থ্রেট দেওয়া যাবেন। আবার গালিগালাজ ও করা
থেকে বিরত থাকতে হবে। নাইলে কেউ যদি রিপোর্ট করে আইডির আশা ছেড়ে দিতে হবে।
যেকোন আইডির সিকিউরিটি নিশ্চিত করতে প্রথম বাধা হল মিশ্র ধরনের পাশওয়ার্ড।
মানুষ সবসময় যে কমন ভুলটা করে তা হল নিজের ডিটেলস দিয়ে পাশওয়ার্ড দেয়, কিন্তু তা মোটেও নিরাপদ না। যেমনঃ নিজের নাম, পরিবারের কারো নাম, জন্ম
তারিখ, বা এই ধরনের তথ্যাদি। মনে রাখবেন পাশওয়ার্ড দিতে গেলে বড় হাতের এবং
ছোট হাতের অক্ষর যেকোন অংক, স্পেস ইত্যাদি ব্যবহার করবেন। আর স্পেশাল চিহ্ন
ও রাখতে পারেন। যথাঃ *, %, # ইত্যাদি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন।
পাসওয়ার্ডের মোট অক্ষর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কমপক্ষে ৬ সংখ্যার পাশ
দিতে হলেও চেষ্টা করুন যাতে মিনিমাম ৮-১০ টা অংক বিশিষ্ট হয়। আর
পাসওয়ার্ডকে যাতে ভুলে না যান সেজন্য অন্য কোথাও সংরক্ষন করুন।
নিয়মিত ভাবে পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দিন, দেখবেন তাতে পাশ ফাস হলেও
ভয়ের কিছু থাকবেনা। আর পাসওয়ার্ড ভুলে গেলে Forgot Password নামক অপশনটি
অপেক্ষা করছে আপনাকে হারানো পাশ ফিরে পেতে।
প্রোফাইলে এমন কোন তথ্য দিবেননা যাতে দুষ্টচক্র এর হাতে আপনার তথ্য পাচার
হয়ে যায়, আর সেই তথ্য থেকেই আপনার পাশওয়ার্ড ব্রেক হয়ে যায়। এক্ষেত্রে
নিরাপদ হল সেইসব তথ্য কাউকে না দেওয়া। এবেপারটা ব্যবহার করে আমি নিজে ৬ টা
আইডি চেষ্টা করে ১০০% সফল হয়েছি। সো ডন্ট ডু দ্যাট, অবশ্য আমি তাদের ফিরিয়ে
দেবার উদ্দেশ্যেই হ্যাক করেছি।
একটা অপরিচিত ব্যাক্তিকে কখনোই রিকোয়েষ্ট বা এক্সেপ্ট করা উচিত নয়, কারন
এটা আপনার জন্য ক্ষতিকর হয়ে দাড়াতে পারে। তাই ছবিহীন প্রোফাইল বা প্রয়োজনীয়
ইনফো ছাড়া কাউকে এড করা কোন ভাবেই উচিত নয়।
ধরুন আপনাকে কেউ একজন একটা লিঙ্ক দিল, কিন্তু আপনাকে সেই লিঙ্কে ক্লিক করার
আগে বেশ কয়েকবার চিন্তা করা উচিত। যেমন এমন হল এটা পিশিং লিঙ্ক, বা কুকি
ষ্টিলিং স্ক্রিপ্ট বা বিপদ জনক কিছু, যা আপনার যেকোন প্রাইভেসি ভাংতে
পারে।
ইদানিং সবচেয়ে বেশি হ্যাক হয় ইমেইল এর মাধ্যমে, তাই ইমেইল এড্রেসের কোন
লিঙ্কে যদি ব্যাক্তিগত তথ্য চায়, তাহলে ভুলেও সেই খানে কিছু দিবেননা, আর
ফেইসবুকের হযাক কিন্তু ইমেইল দিয়েই করা যায়, তাই আপনার ইমেইল এড্রেসের
পাশওয়ার্ডও অনেক ষ্ট্রং করবেন, নাহলেতো বুঝতেই পারছেন।
আর সবসময় খেয়াল রাখবেন www.facebook.com এর লিঙ্ক ছাড়া আর বাকি সব লিঙ্ক
ফেইক যেমন www.faceb00k.com। কি দেখতে একই মনে হচ্ছে তাইনা, কিন্তু বিপদ
এখানেই কাজেই কখনও এই ধরনের মেইলে ক্লিক করবেন না। কারন এগুলো ফিশিং সাইট, মানে ফেইক অর্থাৎ ভুয়া।
পারবেন, আপনার আইডিকে ৬০% সেফার বলতে পারবেন। আর ফেইসবুক বা কম্পিউটার
সংক্রান্ত কোন সমস্যায় পড়লে
এই পেইজে
সাহায্য চাইতে পারেন।
পোষ্টটি ভাল
লাগলে
শেয়ার
করে দিবেন ফেইসবুকে
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
ধর্মে অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত কথা প্রচারের অভিযোগে তিন নাস্তিক ব্লগারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ...
-
আজকাল লিনাক্স ব্যবহার করাটা সম্মানের বিষয় হয়ে দাড়িয়েছে। উইনডোজের পাশে লিনাক্স চালাই না বললে টেকি দুনিয়ায় মান সম্মান থাকেনা। লিনাক্স ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
সাংসদ শাওন স্বীকার করেছেন তার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে ইবরাহিম। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে স্তব্ধ হ্যে গিয়েছেন বলে তার জানাজাতেও আসতে পারেন ...
-
আমি দুটো সফটওয়্যার ডেভেলমেন্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। একটা ছিলো দুবাই ভিত্তিক কোম্পানী, আরেকটা দেশী। সবচেয়ে মজার কথা কি জানেন? কোনো মুরগ...
-
মানুষের দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ বরাবরই সাধারন মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই টাকা উপার্জনের উপায় খুজে বেড়ায় আর ...
-
নিকেতন থেকে বের হয়ে মুল রাস্তায় আসলাম ট্যাক্সি কিংবা অটোরিক্সার খোজে। সন্ধ্যে সাতটা বাজেনি তখনো। কর্পোরেট অফিসগুলোতে ছুটি হচ্ছে-এখন ভাড়ায় গ...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...
-
আমাকে একটা কাজ দাও। আমাকে একটা চাকরী দাও। অনেক রিকোয়েস্ট করার পরও কেউ কোন পার্ট টাইম জব দিতে পারেনি। শেষ মেস আমার এক বন্ধুর মাধ্যমে ডে...
-
‘ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে লাখ লাখ লোক ঢাকায় মহাসমাবেশে মিলিত হয়েছে’- এই মন্তব্য দিয়ে শুরু হয়েছে দ্য অস্ট্রেলিয...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন