আজকে ফেচবুকে পরিচিত এক ছোট ভাইয়ের সাথে কিছুক্ষণ কথোপকথন হইল। হেয় আবার ডেসটিনি করে। কথায় কথায় আমি তাকে বললাম তোমার ডেসটিনি তো দেশের বারটা বাজাইলো। ওমা! হেতে দেখি পাকা বাঁশ। কয় কি, আপনাদের ইসলামী ব্যাংক তো হাবিজাবি নানা কিছুর স্পনসর হইছে তাতে আপনাদের মান যায় না? আমি তার কথা শুনে হাসবো না কাঁদবো ভেবেই পাই না! আহা! কিসের সাথে কী মিলাইছে এই হতভাগারা। সারা দেশ থেইকা চাকুরি না পাওয়া বেকার, হতাশ যুবকদের ধইরা আইনা ডেসটিনি এমন মগজ ধোলাই দিছে যে, কোনটা দেশের জন্য ভাল আর কোনটা দেশের জন্য খারাপ এই বিচারবুদ্ধিও হারিয়ে ফেলেছে বেচারারা। আফসোস!!!
যাই হোক, আমি এবার সিরিয়াস হলাম। বল্লাম, শোনো, প্রথমত, ইসলামী ব্যাংক একটা খারাপ কাজ করেছে তার মানে এই না যে, ডেসটিনি আর একটা খারাপ কাজ করার লাইসেন্স পেয়ে গেছে। যার যার কাজ তার তার জবাবদিহিতা। দ্বিতীয়ত, ইসলামী ব্যাংক অনর্থক টাকা অপচয়ের যে উৎসবে মেতেছে, ব্যক্তিগতভাবে আমি তার ঘোরবিরোধী। আমি তাদের এই অন্যায়ের প্রতিবাদ জানাই। আর ডেসটিনি বিদেশ থেইকা নর্তক নর্তকী ডাইকা আইনা দেশের তরুণদের বিপথগামী করার যে মিশনে নেমেছে তা শুধু অন্যায়ই না রীতিমত ঘৃণিত কাজ। হেয় পরে আমারে থাংকস দিয়ে বিদায় নিছে।
আমাদের অহংকার এই ভাষার মাসে, পিলখানা ট্রাজেডি দিবসের ঠিক আগের দিন ডেসটিনির এই ফাইজলামী দেখে রাগে হাত নিশপিশ করতেছে। এই বদমায়েশরা একদিকে নর্তক নর্তকীদের ডেকে এনে নাচ গানের আসর বসায়; আবার আলেম ওলামাদের ডেকে এনে মাল্টিলেভেল মার্কেটিং এর পক্ষে বয়ান শোনায়। সেলুকাস!!!
যাই হোক, আমি এবার সিরিয়াস হলাম। বল্লাম, শোনো, প্রথমত, ইসলামী ব্যাংক একটা খারাপ কাজ করেছে তার মানে এই না যে, ডেসটিনি আর একটা খারাপ কাজ করার লাইসেন্স পেয়ে গেছে। যার যার কাজ তার তার জবাবদিহিতা। দ্বিতীয়ত, ইসলামী ব্যাংক অনর্থক টাকা অপচয়ের যে উৎসবে মেতেছে, ব্যক্তিগতভাবে আমি তার ঘোরবিরোধী। আমি তাদের এই অন্যায়ের প্রতিবাদ জানাই। আর ডেসটিনি বিদেশ থেইকা নর্তক নর্তকী ডাইকা আইনা দেশের তরুণদের বিপথগামী করার যে মিশনে নেমেছে তা শুধু অন্যায়ই না রীতিমত ঘৃণিত কাজ। হেয় পরে আমারে থাংকস দিয়ে বিদায় নিছে।
আমাদের অহংকার এই ভাষার মাসে, পিলখানা ট্রাজেডি দিবসের ঠিক আগের দিন ডেসটিনির এই ফাইজলামী দেখে রাগে হাত নিশপিশ করতেছে। এই বদমায়েশরা একদিকে নর্তক নর্তকীদের ডেকে এনে নাচ গানের আসর বসায়; আবার আলেম ওলামাদের ডেকে এনে মাল্টিলেভেল মার্কেটিং এর পক্ষে বয়ান শোনায়। সেলুকাস!!!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন