ইসলাম কি? ব্লগ কি? নাস্তিক কি? নাস্তিকতা কি?

যাদের মাথা খারাপ হ্ইছে তারা এখন শুধুই ভুল বোঝাচ্ছে মানুষকে।

এর থেকে দেশ প্রেমিকদের দূরে থাকতে হবে। এবং সাধারণ মানুষকে বোঝাতে হবে ইসলাম কি? ব্লগ কি? নাস্তিক কি? নাস্তিকতা কি?

আসলে ব্লগ আর নাস্তিক এক করলে হবেনা। যারা ব্লগার তারা তো সবাই নাস্তিক না।

আসলে অল্প কয়টি কীটের জন্য সামু ব্লগ সহ অনেক ব্লগকেই মানুষ খারাপ মনে করছে। এটা প্রচার করতে হবে মিডিয়ার মাধ্যমে। আসলে বাংলাদেশের মিডিয়া স্বার্থ ছাড়া কিছুই জানেনা।

মিডিয়াই পারে স্বল্প সময়ে বিস্তারিত প্রচার করতে।

আর যেসব কীটের জন্য আজ সমস্ত ব্লগারকে গালী শুনতে হচ্ছে তাদেরকে ঘৃনা ছাড়া আর কিইবা দিতে আমরা সাধারণ ব্লগার। তারা জানেনা যে বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মুসলমান বাস করে।
তবে এখন একটা জিনিস খুবই ভালো গাগছে যে, শেষ পর্যন্ত সামু ব্লগের মডুদের বোধদয় হয়েছে এটা ভেবে।
আর এই বিষয়টি এখন বর্তমান সরকার বুঝতে পারলেই আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বলে আমি মনে করি। ভালো থাকুন সবাই।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb