আমি একজন নাস্তিক

আমি একজন নাস্তিক, আমি আল্লাহ খোদা ভগবান ঈশ্বরে বিশ্বাস করিনা। আল কোরান, পুরান, গীতা বাইবেল আমি অস্বীকার করি কারন আমি নাস্তিক, কিন্তু আমার নাম মুসুলমানের নামে নাম। আমি নাস্তিক কিন্তু ককনু ককনু আমি জুম্মার নামাজে যাই, জুম্মার দিন গরীবের হজ্বের দিনের সমান কিন্তু আমি নাস্তিক হওয়াতে হজ্ব মানিনা। আমি নাস্তিক কিন্তুক ক্বদর /বরাতের রাতে হালুয়া রুটি খাই। আমি নাস্তিক কিন্তু আস্তিকদের ৩০ দিন সিয়াম সাধনার পরে ঈদের দিন ঈদগাহে যাই সবার সাথে কুলাকুলি করি। আমি নাস্তিক কিন্তু ঈদের সেমাই ঠিকই খাই। আমি নাস্তিক, ঈসমাইল ইব্রাহিমের কোরাবানী মানিনা কিন্তুক কোরবানীর খাসি গরুর গোশ ধুমায়া খাই। আমি একজন নাস্তিক কিন্তুক সি ভি তে আমারে ধর্ম হিসাবে ইসলাম লেকতে হয়। আমি হাজারো চেষ্টা করে যাচ্চি সাচ্চা নাস্তিক হতে কিন্তুক এখনো সাচ্চা নাস্তিক হতে পারিনাই, এই অপরাধে আমার পোন্দে মাদার গাছের শাখা ভরে দেয়া হোক।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb