মানুষের দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ বরাবরই সাধারন মানুষদের
ধোকা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই টাকা উপার্জনের উপায় খুজে বেড়ায় আর
সেই উপায় যদি নিজের মুখের সামনে চলে আসে তাহলে সেইটা পাওয়ার জন্য চেষ্টার
কোন ত্রুটি থাকে না।
Online Earning Pioneer Group (OEPG) নামে একটি প্রতিষ্ঠান একটা নতুন কাজের অফার দেয়। তাহল ফোরাম পোস্টিং এর মাধ্যমে আয় করা। কাজটা হল http://www.forum.mt5.com
এ বিভিন্ন থ্রেডের রিপ্লাই করতে হবে। আমি একটু খোজ খরব নিয়ে জানতে পারি
এখান থেকে যে আয় হয় সেটা ফরেক্সে ইনভেস্ট করা যায় এবং লাভ হলে ডলার তুলে
আনা যায়। তারা বিভিন্ন মানুষ কে দিয়ে ফোরামের কমেন্ট করিয়ে প্রাপ্ত টাকা
দিয়ে ফোরামে ইনভেস্ট করে্ এবং সেই খান থেকে ফোরাম পোস্টার দের টাকা দেয়।
আমি
খুলনাতে থাকি। ঢাকাতে আমার এক বড় ভাই তুফায়েল খান প্রথমে ফোরাম পোস্টিং এর
কাজ দেয়। প্রতিদিন ২ ঘন্টার মত করলে আমি ৪৫/৫০ কমেন্ট করতে পারতাম। তাতে
ভালই টাকা আসত। কিছু দিন পর তিনি একজনের সন্ধান পান যে প্রতি কমেন্টে ৬
টাকা দিবে এবংন ১৫ দিন পর পর পেমেন্ট দিবে কিন্তু তাদের শর্ত হল তাদেরকে
১২০০ টাকা দিতে হবে। যেহেতু ১৫ দিনে মধ্যেই ১২০০ টাকা উঠে যাবে তাই টাকা
দিতে কার্পণ্য করলাম না। আমার সাথে আমার ২ বন্ধুও টাকা দিল। প্রথমে ১০০০
টাকা পাঠালাম ২০০ টাকা বাকি ছিল পরে অবশ্য পেমেন্ট থেকে ২০০ টাকা কেটে
নিয়েছিল।
এই সামান্য ফোরাম পোস্টিং এর জন্য আমাকে ন্যশনাল আইডি
কার্ডের স্কান কপি ব্যাংক স্টেটমেন্টের স্কান কপি দিতে হয়েছিল, আমি
বলেছিলাম এই কাজের জন্য এইগুলা লাগবে কেন? ওরা বলল এই গুলা ওদের নিয়ম তাই।
এছাড়া একটা জয়েনিং ফর্মে আমার চৌদ্দগুষ্টির ইনফরমেশন নেয়। যেহেতু কাজ করতে
চাই সেহেতু আমি তাদের কে এই ডকুমেন্টগুলা দিয়ে দিলাম।
প্রথম পেমেন্টর দেবার সময় দেখি তারা ১০% সার্ভিস চার্জ কাটছে। মরার উপর খাড়ার ঘাঁ। কোন উপায় নেই সহ্য করে যাচ্ছি। রাগ করে ফান কারার মাধ্যমে একটা কমেন্ট দিলাম দেখেন তার জবাব দেখেন
প্রথমে পেমেন্ট পেলাম ব্যাংকের মাধ্যমে। কাজ করছি যতটুকু পারি। সময় মত পেমেন্ট দেয়া নিয়ে ও জটিলতা ছিল।
কিছূ দিন পর একটা পোস্ট দিল এবং আমার জবাব। এভাবে তারা টাকা কাটতেই থাকে।
এতসব আইন কানুন আর এইটা ঐটা বলে টাকা কেটে রাখার কারনে অবশেষে সিন্ধান্ত নেই আমি এবং আমার এক বন্ধু কাজ করব না।
এরপর শেষ মাসের টাকা দেয়া নিয়ে শুরু করল নানা জটিলতা । আজ দেই কাল দেই করে ২ মাস হয়ে গেল কোন টাকা দেয় না। গ্রুপে কোন পোস্ট দিলে কোন জবাব ও পাওয়া যায় না।
আমার সর্বশেষ পোস্ট।
তারপরও কোন জবাব নেই????
আমার কাছে আরো অনেক স্কিন শর্ট আছে যা সব দিলে পোস্ট টা অনেক বড় হয়ে যাবে তাই আর বেশি দিলাম না। তবে যদি প্রমানের জন্য আরো কোন তথ্য লাগে তাহলে আমি দিতে পারব।
এবার অন্যদের ভোগান্তির কিছু স্কিন শর্ট দেখুন।
Fahad Hossain Ramim এই গ্রুপের একজন পরিচালক। তাকেও ফোন দিয়ে পাওয়া যায় না।
Oepg Grp এই আইডি দিয়ে সবার সাথে যোগাযোগ করা হয় । চেয়্যারম্যান ইয়াসিন হাওয়া হয়ে যাওয়ার খবর দিছিল। পরে অবশ্য ফিরে আসছিল।
এবার আসুন পরিচয় করিয়ে দেয় কারা এই গ্রুপ পরিচালনা করে থাকেন।
Yeasin Khan
Online Earning Pioneer Group এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। প্রোফাইলে ইসলামিক ছবি দেখে ভাল মানুষ মনে হয়েছিল। তাই কোন প্রকার জানশোনা ছাড়াই তাদের সাথে কাজ করতে রাজি হয়েছি।তার প্রফাইল ভিজিট করে আসতে পারেন। https://www.facebook.com/MD.YEASINKHAN
Al-Amin Ahmed
এই গ্রুপের একাউন্ট ম্যানেজার । সেই সব কিছুর সাথে পূনাঙ্গ ভাবে জড়িত। তার প্রফাইল ভিজিট করে আসতে পারেন। https://www.facebook.com/alamin.ahmed.27
Fahad Hossain Ramim
ইনি এই প্রুপের একজন কিন্তু কি পদে আছেন তা জানি না। তার প্রফাইল ভিজিট করে আসতে পারেন। https://www.facebook.com/framimমোটামুটি তাদের প্রতারনার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। তারা তাদের নতুন একটা প্র্র্রোযেক্ট শুরু করতে যাচ্ছে। অনেক লোক নিবে , আমি চাইনা আর কেউ আমার মত প্রতারিত হোক। তাই সবাইকে এই সব প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি। তাদের বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম । এখন আপনার যা ভাল মনে করেন তাই হবে।
সবগুলো লিংক একসাথে দিলাম
https://www.facebook.com/groups/oepgroup/
https://www.facebook.com/MD.YEASINKHAN
https://www.facebook.com/alamin.ahmed.27
https://www.facebook.com/framim
https://www.facebook.com/oepg.grp
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন