আমি বড় হয়েছি একদল সমকামী এবং সেক্স মেনিয়াক লোকের ভিড়ে।

ঘটনা ১ - আমি তখন খুব ছোট - বয়স ৫/৬ হবে। আমাদের বাড়িতে এক হাফিজ হুজুর লজিং থাকতেন।আমাদের আরবি পড়াতেন। একবার আমাদের অনেক মেহমান আসার কারণে আমাকে হুজুরের সাথে রাতে উনার ঘরে ঘুমাতে হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার প্যান্ট ভিজা। আমি তা দেখে হুজুরকে জিজ্ঞেস করি - হুজুর এসব কি, আমার প্যান্ট ভিজা কেন? উনি বলেন এসব কিছু না, যাও জলদি গোসল করে আসো। আর কাউকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করোনা।

আমি সেদিন কাউকে কিছু জিজ্ঞেস করিনি কিন্তু বোঝ হয়ার পর বুঝেছিলাম সেদিন কি হয়েছিল।

ঘটনা ২- আমার বাড়িতে এক কাজের লোক ছিল, আমাদের বাড়িতে কাজ করত। এবং বাড়ির বাহিরে একটা ঘর ছিল সেখানে থাকতো। এক বিকেলে সে আমাকে তার ঘরে ডেকে নেয়। আমাকে নতুন এক টাকার নোট দিয়ে তার ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে যা করার করে। আমি সেদিন কিছু বুঝিনি কিন্তু বোঝ হয়ার পর বুঝেছিলাম সেদিন কি হয়েছিল। তার নাম ছিল করম আলি।

ঘটনা ৩ - স্কুল থেকে আসার পথে এক লোক আমাকে ফুটবল খেলার জন্য আমায় ডাকে। আমি আবার ফুটবল খেলার জন্য পাগল ছিলাম। সে তার ঘরে নিয়ে আমায় নিয়ে আমাকে কাপড় খুলতে বলে। আমি রাজি হয়নি, কান্না শুরু করি। আমার কান্না দেখে সে আমায় ছেড়ে দেয়।


------------------
করম আলি এখন সৌদি থাকে আর হাফিজ হুজুর কই আছে সেটা জানিনা। তবে ইচ্ছে আছে তাদের একদিন খুজে বের করব এবং তাদের মেশিন কেটে গলায় ঝুলিয়ে দিব।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb