ধর্মের প্রয়োজনীয়তা সম্পর্কে যখন প্রথম ভাবতে শুরু করলাম তখনথেকেই কেবল মনে
হতে থাকল আমি একজন পরাধীন ব্যক্তি। আমার স্বাধিনতা বলতে তেমন কিছুই বাকী
থাকেনা, ধর্ম অনুসরন করতে গেলে। যেমন পাচবার নামাজ পড়তে হয়, এতে ব্যক্তিগত
সময় কমে যায়। বাবা মায়ের কথা অনুযায়ী চলতে হবে। নিজের কষ্ট করা উপার্জনে ও
যাকাত দিতে হবে।বেশী অর্থের মালিক হওয়াযাবেনা কারণ পরকারল হিসেব দিতে হবে।
যা খেতে ইচ্ছে হয় তাই খাওয়া যাবেনা। দেখতে ভাল লাগলেও সব দেখা নিষেধ।
নিজের জীবনকে যেমন খুশি উপভোগ করা তো যবেই না এমনকি আমি চইলেআমার জীবনকে
ধ্বংস ও করতে পারবো না। ধর্ম সম্পর্কে যত বেশী জানতে থাকি ততই আমার করনীয় ও
বর্জনীয় এই দুটি লিষ্ট বড় হতে থাকে।
আবার নাস্তিকতাসম্পর্কে যখন জানা শুরু করলাম তখন সেখানে বলা হল ধর্মগুলি
মানব সৃষ্ঠ। পরকাল বলতে কিছু নেই। মানুষকে নিয়ন্ত্রনের জন্য কোন দেশের আইন ও
সমাজের প্রচলিত রীতিই যথেষ্ট। যাই হোক আমার আলোচনায় এমন কিছু বিষয় উঠে
আসবে যার উত্তর নাস্তিকতায় পাওয়া যায়না।
১. মুক্তিযুদ্ধ:
একজন মানুষ কেন মুক্তিযুদ্ধ করবে বা দেশের জন্য প্রান দিবে? পরকাল বলে যদি
কিছু না থাকে তবে শুধু শুধু নিজের জীবনটা দিব কেন? কেউ কেউ বলতে পারেন
স্মরনীয় হওয়ার লোভে বা আগামী প্রজন্মের মংগলের জন্য। তাই বলে নিজের জীবন?
আমি বেচে না থাকলে আগামী প্রজন্ম সুখে থাকলেও আমার কিছু যায় আসেনা। তাছাড়া
স্মরনীয় হতে পারে কয়জন? ৩০ লাখ শহীদের কত জনের নাম অমরা জানি?
২. আগ্রাসন:
আমি প্বার্শবর্তী দেশের প্রশাসনকে জিম্মি করে তাদের প্রাকৃতিক সম্পদ লুটবনা
কেন যদি আমাকে বাধা দেওয়ার কেউ না থাকে? দেশের নদী, খাসজমি, স্কুলের মাঠ
দখল করবনা কেন যদি অমি ক্ষমতাধর হই? লাখ লাখ একর কৃষি জমিতে বায়ু ফুয়েলের
চাষ করবনা কেন যদি গাড়ি চালানোর জন্য অল্প কিছতেল পাই?
৩. দান ও পরোপকার:
আমার নিজের উপার্জিত অর্থ অন্যকে দান করব কেন? যদি নাম প্রচারই মূখ্য
উদ্দেশ্য হয় তবে সাংবাদিক/টিভি কেমেরা না থাকলে দান করবো কেন? পৃথিবীতে কত
পারসেনট দান লোক দেখানো?
৪. নৈতিকতা বিরোধী ব্যবসা:
আমি কেন খাদ্য ও ঔষধে ভেজাল মিশাবনা যদি অতিরিক্ত লাভ পাই? যে ব্যবসায় লাভ
বেশী আমি কেবল সেইগুলাই করতে চাই যেমন মাদক ও অস্ত্রের ব্যবসা। আইন
শৃংখলা বাহিনীর লোকসল্পতা বা অন্য কোন দূর্বলতা থাকলে আমি কেন অবৈধ ব্যবসা
করব না?
৫. আবিষ্কার ও সমাজসেবা:
মানুষ কেন সারা জীবন ব্যয় করবে আবিষ্কারের পিছনে? বিজ্ঞানীরা বেচে থাকতে তার আবিষ্করের সুফল কতটা ভোগ করতে পারে?
৬. মহামানব:
একজন মানুষ সারাজীবন কেন ভাল কাজ করবে? গৌতম বুদ্ধ আর হিটলারের জীবন দর্শনে পার্থক্য কি? গৌতম বুদ্ধ তার জীবদ্দশায় কি পেয়েছেন?
৭. ন্যায়বিচার:
ধরা যাক, একজন খুনী এক হাজার জন মানুষকে হত্যা করলো। এই হত্যার ন্যায়বিচার
পার্থিব জগতে কীভাবে করা সম্ভব? পার্থিব জগতে সেই খুনীকে বড়জোর একবার মাত্র
হত্যা করা সম্ভব। তাহলেই কি ন্যায়বিচার হয়ে যাবে? তাছাড়া মৃত মানুষদের
জীবিত করাও তো অসম্ভব! নাস্তিকরা কি এই প্রশ্নের যৌক্তিক ও সন্তোষজনক জবাব
দিতে পারবেন? প্রচলিত নিয়মে যেটা করা হয় সেটা হচ্ছে এক ধরণের ক্ষতিপূরণ,
ন্যায়বিচার নয়। আর খুনীকে যদি চিহ্নিত করা না যায় সেক্ষেত্রেই বা কী হবে!
এরকম আরো অনেক বিষয় আছে যার যৌক্তিক ও সন্তোষজনক ব্যাখ্যা এই জগতে দেয়া
অসম্ভব।
৮. শ্রদ্ধা:
আমি কেন বড়দের শ্রদ্ধা করব? কেন বড়দের কথা শুনব? বড়রা ভূল করলে সাথে সাথে লজ্জা দিবনা কেন?
৯. যৌনতা ও বিবাহ:
আমি কেন বিবাহ পূর্ব ও পরে একাধিক যৌন সম্পর্ক রাখবনা? আমি তা করতে চাইলে
দেশের আইন আমাকে কতটা বাধা দিতে পারে? নিজের কন্যা, বোন ও মাতাকে বিয়ে
করতে সমস্যা কোথায়?
পরিশেষে:
আমার এ লেখা কারো সেকুলার বা অন্য কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে দু:খিত। যে কোন সমালোচনা সাদরে গৃহিত হবে।
যে প্রশ্নগুলোর গ্রহনযোগ্য সমাধান না পেয়ে আমি আস্তিক
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
সিলেটের যুবক সুমন ও জাকিরের সঙ্গে হোটেল কক্ষে সমকামিতায় লিপ্ত ছিল বৃটিশ নাগরিক এ্যালেন হাওয়ান ডিপ্পন। এই খবর আসে সিলেটের কোতোয়ালি থানা ...
-
কুইনদাও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝ্যাং বেই-চুয়ান সম্প্রতি প্রকাশ করেছেন, চীনের প্রায় ১৬ মিলিয়ন মহিলা গে পুরুষকে বিয়ে করে। তার মতে চীনের মোট ...
-
প্রায় ৫ বছর পুর্বে পাকিস্তানের জনৈক মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন – সেদেশের মাদ্রাসা গুলোতে প্রতি বছর প্রায় ২ হাজারের মতো সমকামী ঘটন...
-
সমকামিতা ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য নয়, সামাজিকভাবেও গ্রহণযোগ্য নয়, ধর্মীয়ভাবে ইসলাম ধর্মেও গ্রহণযোগ্য নয়, চিকিত্সা বিজ্ঞানেও গ্রহণ...
-
সারা পৃথিবীতে যখন সমকামীদের নিয়ে প্রচন্ড আলোড়ন- উন্নত বিশ্বর কোন কোন দেশে যখন সমকামীদের বৈবাহিক বৈধতা দেয়া হচ্ছে- ঠিক সে সময়টাতেও কিন্তু র...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
ব্লগে ঢুকলেই শুধু দেখি ডেসটিনিকে নিয়ে হাউ কাউ!!এত হাউ কাউ দেখে ডেসটিনিকে নিয়ে আমার নিজের একটা ঘটনা মনে পড়ে গেল। ...
-
রাজীবের ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নেই। রাজীব মারা যাওয়ার পর থেকেই দেখছি সে নাস্তিক না আস্তিক এই বিতর্ক শুরু হয়েছে। কেউ তাকে ...
-
কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভাল। মনে আছে ? আমি বেশ কিছু দিন আগে একটি পোস্ট দিয়ে ছিলাম , কিভাবে আপনি আপনার উইন্ডোজ এক্সপি তে আপনার প...
-
সারা বিশ্বে সমকামীতা যেভাবে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে তা সমাজবিদ্যায় একটা খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু আমার কথা তা নয়। আমরা বাঙালীরা সাধারণত ...


0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন