বাংলাদেশের সবচেয়ে বড় এমএলএম কম্পানি ডেসটিনির ট্রি প্লান্টেশন নামে একটি প্রজেক্ট রয়েছে। এ প্রজেক্ট কৃত্রিম বনায়নের স্লোগান দিয়ে খাগড়াছড়ি, নাইক্ষ্যংছড়ি অঞ্চলে প্রাকৃতিক বনের জায়গা কিছু মানুষের কাছ থেকে দলিল করে নিয়েছে এবং বড় একটি অংশ দখল করে নিয়েছে। কোনো কোনো এলাকায় বন বিভাগ মামলাও করেছে। কিছুতেই কিছু করা যাচ্ছে না। কারণ কাঁচা টাকায় ম্যানেজ হয়ে যাচ্ছে সব কিছু। ট্রি প্লান্টেশনের একটি কৌশলের কথা উল্লেখ করা যাক। তারা গর্বের সঙ্গে জানিয়ে থাকে, প্রতিটি বৃক্ষের জন্য বীমা থাকবে। এমনই কৌশল সেখানে রাখা হয়েছে যে এ বীমা থাকা-না থাকায় কিছু আসে যায় না। কারণ যদি অগি্নকাণ্ড বা দাঙ্গায় বৃক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলেই বীমার টাকা পাওয়া যাবে। বাংলদেশে বনে দাবানল হয় না, এ দেশের রাজনৈতিক দলগুলো দাঙ্গা-হাঙ্গামা করতে বনে যায় না। একমাত্র ঝড়, জলোচ্ছ্বাস, বন্যার বিপরীতে বৃক্ষের বীমা করা সংগত। অথচ এই তিনটি দুর্ঘটনার একটির কথাও উল্লেখ নেই! অর্থাৎ তাদের প্রদত্ত শর্ত অনুযায়ী পরিষ্কার যে গাছ প্যাকেজের গ্রাহকরা ঘূর্ণিঝড়, বন্যা ও রোগের কারণে গাছ নষ্ট হলে কোনো ক্ষতিপূরণ পাবে না! বিএনপি আর আওয়ামী লীগ যদি বাস ভাড়া করে মারামারি করতে নাইক্ষ্যংছড়ি বা খাগড়াছড়ি যায় এবং গাছ এলাকায় ঢুকে মারামারি করে সেগুলো ধ্বংস করে, তাহলেই তার দায় কম্পানির। দেখেছেন প্রতারণার ধরন!
কম্পানির যাঁরা 'লিডার' আছেন তাঁরা সমগ্র পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন বিনা পরিশ্রমে 'বুদ্ধি খাটানো' অর্থে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে বাংলাদেশি টাকার এক কোটিরও কম পরিমাণ টাকা বিনিয়োগ করলে নিয়ম অনুসারে স্থায়ীভাবে সেখানে থেকে যাওয়া যায়। জানতে চাই, ট্রি প্লান্টেশনের আট হাজার টাকা মূল্যের প্যাকেজ কিনেছেন লাখ লাখ মানুষ। সাধারণ মানুষের শত শত কোটি টাকা চলে গেছে এই 'লিডারদের' হাতে। তাঁরা সরে পড়লে প্যাকেজ ক্রেতারা কার কাছে চাইবেন এই টাকা?
ডেসটিনি নিবন্ধনের শর্তে বলেছে, এটি একটি পণ্য বিপণন কম্পানি। পণ্য ক্রয় ছাড়া আপনার এখানে সদস্য হওয়ার সুযোগ নেই। কিন্তু তারা একটি প্রকল্প হাতে নিয়েছে যেটি গড়ে উঠবে সৌদি আরবের জামিল স্টিল কনস্ট্রাকশন কম্পানির তত্ত্বাবধানে। এটি হবে ৪০ তলাবিশিষ্ট বিশাল বাণিজ্যিক প্রকল্প। রিয়েল এস্টেট বিজনেসের আদলে ডেসটিনি খুলনা ও বরিশালসহ দেশের কয়েকটি স্থানে বিশাল প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছে। কোন নিবন্ধনের বলে?
শের সবচেয়ে 'সফল' ডেসটিনির বর্তমান কর্তৃপক্ষ শ্রীলঙ্কার বংশোদ্ভূত কানাডার নাগরিক নারায়ণথাসকে নিয়ে ১৯৯৯ সালে জিজিএন নামক প্রতিষ্ঠানটি শুরু করে। কারখানা স্থাপন, টাওয়ার বিল্ডিং তৈরি, ব্যাংক, মোবাইল ফোন নেটওয়ার্ক স্থাপন_এসব স্বপ্ন দেখিয়ে প্রেজেন্টার, লিডার, ট্রেইনাররা (কিছুই না, যেকোনো এমএলএম কম্পানির এসব পদবির লোকেরা আসলে শিকার ধরার জাল) পিরামিড স্কিম শুরু করে। মাত্র ৫ শতাংশ মানুষ ৪৮ হাজার টাকার পানি শোধন মেশিন ক্রয় করেছিল। বাকি পরিবেশকরা যোগ দেন এক হাজার ৫০০ টাকার একটি রসিদ, একটি বিজনেস সেন্টার, ৫০০ ভিজিটিং কার্ড, পানি টেস্টার, ফটোকপি রাখার ফোল্ডার ও চামড়ার তৈরি একটি অফিস ব্যাগ_সব মিলে ধরা হয়েছিল তিন হাজার টাকা। আপলাইন বলে যাঁরা ছিলেন তাঁরা এ ব্যবসা থেকে পেয়েছিলেন সপ্তাহে ছয় হাজার থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে অসংখ্য মানুষ মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। হঠাৎ এ ব্যবসা লাটে তুলে দিয়ে হোতারা আবার শুরু করেন নিউওয়ে নামের একটি ব্যবসা। তারপর ডেসটিনি।
(লেখাটি, সাংবাদিক মহসীন হাবিব এর একটি কলাম হতে সংকলিত)
অর্থ হাতিয়ে নেওয়া এমএলএম কম্পানি ডেসটিনি
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
ধর্মে অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত কথা প্রচারের অভিযোগে তিন নাস্তিক ব্লগারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ...
-
আজকাল লিনাক্স ব্যবহার করাটা সম্মানের বিষয় হয়ে দাড়িয়েছে। উইনডোজের পাশে লিনাক্স চালাই না বললে টেকি দুনিয়ায় মান সম্মান থাকেনা। লিনাক্স ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
সাংসদ শাওন স্বীকার করেছেন তার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে ইবরাহিম। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে স্তব্ধ হ্যে গিয়েছেন বলে তার জানাজাতেও আসতে পারেন ...
-
আমি দুটো সফটওয়্যার ডেভেলমেন্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। একটা ছিলো দুবাই ভিত্তিক কোম্পানী, আরেকটা দেশী। সবচেয়ে মজার কথা কি জানেন? কোনো মুরগ...
-
মানুষের দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ বরাবরই সাধারন মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই টাকা উপার্জনের উপায় খুজে বেড়ায় আর ...
-
নিকেতন থেকে বের হয়ে মুল রাস্তায় আসলাম ট্যাক্সি কিংবা অটোরিক্সার খোজে। সন্ধ্যে সাতটা বাজেনি তখনো। কর্পোরেট অফিসগুলোতে ছুটি হচ্ছে-এখন ভাড়ায় গ...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...
-
আমাকে একটা কাজ দাও। আমাকে একটা চাকরী দাও। অনেক রিকোয়েস্ট করার পরও কেউ কোন পার্ট টাইম জব দিতে পারেনি। শেষ মেস আমার এক বন্ধুর মাধ্যমে ডে...
-
‘ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে লাখ লাখ লোক ঢাকায় মহাসমাবেশে মিলিত হয়েছে’- এই মন্তব্য দিয়ে শুরু হয়েছে দ্য অস্ট্রেলিয...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন