ক্ষীপ্ত হয়ে স্কুলের ছাত্ররা ডেসটিনির গাছের চারা ট্রাক থেকে ফেলে দিচ্ছে।
ক্লাস চলাকালে স্কুল চত্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করতে না দেয়ায় ডেসটিনি-২০০০ লি: এর উচ্ছৃঙ্খল কর্মিরা হামলা চালিয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে মারপিট ও লাঞ্ছিত করেছে। পরে এ ঘটনায় স্কুলের শত শত বিক্ষুব্ধ ছাত্র ডেসটিনির সভা মঞ্চ সহ দু'টি গাড়ি ভাংচুর এবং বেশ কিছু গাছের চারা ছিঁড়ে ফেলে। প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় পুলিশ ডেসটিনির তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার একদিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছেন। জানা গেছে, স্কুল কর্তৃপক্ষের লিখিত কোন অনুমতি না নিয়েই ডেসটিনি কর্তৃপক্ষ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামের সামনে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করে আলোচনা সভা ও গাছের চারা বিতরণের আয়োজন করে। মঞ্চে এ সময় উচ্চ স্বরে মাইকও বাজছিল। এতে ক্লাসে ছাত্রদের পড়াশুনায় চরম অসুবিধা হচ্ছিল। ছাত্ররা শিক্ষকদের কথা শুনতে পারছিল না। শিক্ষকরাও ছাত্রদের বোঝাতে পারছিলেন না। পাঠদানে চরম ব্যাঘাত সৃষ্টি হলে প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ অনুষ্ঠানস্থলে ছুটে গিয়ে মাইক বন্ধ করতে বলেন। পাশাপাশি তিনি স্কুল চত্বরে অনুষ্ঠান করার অনুমতি আছে কিনা জানতে চান। কিন্তু এ সময় ডেসটিনি কর্মিরা কোন লিখিত অনুমতি দেখাতে ব্যর্থ হন এবং প্রধান শিক্ষকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা তাকে বেদম মারধোর করা ছাড়াও লাঞ্ছিত করে। পরে এ খবর দ্রুত ক্লাসে ছড়িয়ে পড়লে শত শত ছাত্র একজোট হয়ে ডেসটিনি কর্মিদের ধাওয়া করে। এরপর তারা স্কুল চত্বরে ডেসটিনির সভা মঞ্চ ও প্যান্ডেল ভাংচুর করাসহ কয়েকশ' গাছে চারা ছিঁড়ে ফেলে। চারাগুলো কর্মিদের মধ্যে বিতরণের জন্য আনা হয়েছিল। পরে ছাত্ররা সেখানে থাকা ডেসটিনির দু'টি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যানে ভাংচুর চালায়। ছাত্র ধাওয়া খেয়ে পালানোর সময় ডেসটিনি কর্মিরা স্কুলের পিয়ন বাছেদকে বেদম মারপিট করে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে তার আগে পুলিশের সাথে ছাত্রদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ছাত্ররা শহরের মফিজ পাগলার মোড়ে ডেসটিনির আঞ্চলিক অফিসেও হামলা চালিয়ে ভাংচুর করে। বগুড়া সদর থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান স্কুল চত্বরে সভা অনুষ্ঠানের জন্য ডেসটিনির কোন লিখিত অনুমতি ছিল না। তারা দাবি করেছে তাদের মৌখিক অনুমতি ছিল। প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারপিট করার ঘটনায় ডেসটিনির তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো ডেসটিনির পিএসসি আব্দুল কাদের, ডিস্ট্রিবিউটর এ কে এম আল আমিন ও নাঈম হাসান। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আনওয়ার হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিস্থিতি শান্ত রাখতে আজ বৃহস্পতিবার একদিনের জন্য বগুড়া জিলা স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে দাপ্তরিক কাজ চলবে। সেই সাথে শনিবার থেকে পুরোদমে স্কুলের সকল কার্যক্রম চলবে বলে জানা গেছে। অপরদিকে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডেসটিনি ডায়মন্ড এক্সিকিউটিভ মোঃ মুঞ্জুরুল মোর্শেদ লিখিত বক্তব্যে বলেন, জিলা স্কুলের মাঠের পূর্ব পাশ্র্বে স্কুলের কর্তৃপক্ষের পূর্ব মৌখিক অনুমতি নিয়ে মঞ্চ ও প্যান্ডেলের কাজ হয়েছে এবং সেখানে প্রায় ৫,০০০ ফলদ, বনজ ও ওষধি গাছ ট্রাক দিয়ে স্কুলে নিয়ে আসা হয় এবং ফ্রি চারা বিতরণ অনুষ্ঠান করতে যায়। কিন্তু হঠাৎ জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ আমাদের অনুষ্ঠান স্থলে এসে আমাদেরকে বলেন_ এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। তার এ আচরণ দেখে আমরা বিস্মিত হই এবং এক সময় তাকে তার অফিসে যাওয়ার জন্য অনুরোধ করি। আমাদের পি.এস.ডি আব্দুল কাদের প্রধান শিক্ষককে সাথে নিয়ে তার অফিস কক্ষে পৌছে দেয়ার জন্য গেলে আব্দুল কাদেরকে অন্যান্য ছাত্র এলোপাতারি মারধোর শুরু করে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই স্কুলের সমস্ত ছাত্র আমাদের ওপর চড়াও হয় এবং অনুষ্ঠান স্থলে রক্ষিত আমাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও টয়োটা কার ১৫টি মোটর সাইকেল সম্পূর্ণ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত করে। তারা বগুড়া শহরের ডেসটিনি-২০০০ লি: এর নেট অফিস, টিম সাপোর্ট অফিস ভাংচুর করে। তারা আমাদের তিনজন ডিষ্ট্রিবিউটরকে বেদম মারধোর করে পুলিশে সোপর্দ করেছে। উল্লেখ্য এ ঘটনার কারণে স্কুলের দিবা শাখার কোন ক্লাস হয়নি।
সূত্র : দৈনিক করতোয়া
স্কুল চত্বরে স্কুল চলাকলীন সময়ে অনুষ্ঠান করতে না দেয়ায় ডেসটিনি ২০০০ লিমিটেড এর সদস্যরা লাঞ্চিত করল বগুরা জিলা স্কুলের প্রধান শিক্ষককে !!!!!!!!!!
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
ধর্মে অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত কথা প্রচারের অভিযোগে তিন নাস্তিক ব্লগারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ...
-
আজকাল লিনাক্স ব্যবহার করাটা সম্মানের বিষয় হয়ে দাড়িয়েছে। উইনডোজের পাশে লিনাক্স চালাই না বললে টেকি দুনিয়ায় মান সম্মান থাকেনা। লিনাক্স ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
সাংসদ শাওন স্বীকার করেছেন তার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে ইবরাহিম। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে স্তব্ধ হ্যে গিয়েছেন বলে তার জানাজাতেও আসতে পারেন ...
-
আমি দুটো সফটওয়্যার ডেভেলমেন্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। একটা ছিলো দুবাই ভিত্তিক কোম্পানী, আরেকটা দেশী। সবচেয়ে মজার কথা কি জানেন? কোনো মুরগ...
-
মানুষের দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ বরাবরই সাধারন মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই টাকা উপার্জনের উপায় খুজে বেড়ায় আর ...
-
নিকেতন থেকে বের হয়ে মুল রাস্তায় আসলাম ট্যাক্সি কিংবা অটোরিক্সার খোজে। সন্ধ্যে সাতটা বাজেনি তখনো। কর্পোরেট অফিসগুলোতে ছুটি হচ্ছে-এখন ভাড়ায় গ...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...
-
আমাকে একটা কাজ দাও। আমাকে একটা চাকরী দাও। অনেক রিকোয়েস্ট করার পরও কেউ কোন পার্ট টাইম জব দিতে পারেনি। শেষ মেস আমার এক বন্ধুর মাধ্যমে ডে...
-
‘ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে লাখ লাখ লোক ঢাকায় মহাসমাবেশে মিলিত হয়েছে’- এই মন্তব্য দিয়ে শুরু হয়েছে দ্য অস্ট্রেলিয...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন