ডেসটিনি যদি পরিচ্ছন্ন, স্বচ্ছতাসম্পন্ন, গ্রহণযোগ্য কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নয় এই ব্লগেই তার প্রমাণ আছে। ডেসটিনি যে অশিক্ষিত, মুর্খ, নিবোর্ধ লোকদেরকে পটিয়ে তাদের টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেট ভরায় তার প্রমাণও এখানে আছে। এ ব্লগে ডেসটিনির পক্ষে লেখা পোস্টগুলিতে একবার ঢুকে দেখলেই বোঝা যায় সমাজের শিক্ষিত, সচেতন, অগ্রসরমান ব্যাক্তিবর্গ যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন (ইন্টারনেট ব্যবহারকারী ব্যাক্তিবর্গকে এক হিসেবে আমাদের সমাজের শিক্ষিত, সচেতন, অগ্রসরমান ব্যক্তি বলেই গণ্য করতে হবে) তাদের সবার ধারনা ডেসটিনি একটি ভুয়া ও অগ্রহণযোগ্য প্রতিষ্ঠান। আমার এ যুক্তির পক্ষে অনেক প্রামাণ আছে এখনই খুঁজলেই পাবেন।
কেউ কেউ বলবেন, ডেসটিনিতেও সমাজের অনেক গণ্যমান্য হোমরা চোমরা আছেন। তা থাকতে পারে। কারণ, শয়তানের ধাড়ী, গডফাদারের বাবা- এরা তো সমাজের হোমরা চোমরাই হয়ে থাকে। কিন্তু সমাজের সাধারণ, শিক্ষিত, সংখ্যাগরিষ্ঠ, নাগরিক মানুষ যারা সমাজের বৃহত্তম অংশ তাদের কাছে ডেসটিনি একটি ভুয়া প্রতিষ্ঠান। প্রমাণ-
Click This Link
Click This Link
কেউ কেউ বলবেন, ডেসটিনিতেও সমাজের অনেক গণ্যমান্য হোমরা চোমরা আছেন। তা থাকতে পারে। কারণ, শয়তানের ধাড়ী, গডফাদারের বাবা- এরা তো সমাজের হোমরা চোমরাই হয়ে থাকে। কিন্তু সমাজের সাধারণ, শিক্ষিত, সংখ্যাগরিষ্ঠ, নাগরিক মানুষ যারা সমাজের বৃহত্তম অংশ তাদের কাছে ডেসটিনি একটি ভুয়া প্রতিষ্ঠান। প্রমাণ-
Click This Link
Click This Link
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন