ডেসটিনি একটি সমাজবিরোধী ও মানবতা বিধ্বংসী আন্দোলন

১০০ লোকের পাছায় বাঁশ দিয়া, ১০০ লোকের টাকা মাইরা দিয়া যখন আপনি উপরে উঠতে থাকেন, যখন ঐ ১০০ জন লোক ঘৃণায় বা লজ্জায় বা অক্ষমতায় আপনাকে আর ধরতে পারে না তখন আপনার আংগুল ফুলে কলাগাছ হতে থাকে। তখন আপনি স্বার্থপরের একশেষ হয়ে উঠেন। তখন আপনার গলায় একটা দামী টাই ঝুললে যদি আপানি মনে করে সমাজরে গলায় দামী টাই ঝুলে গেল, আপনার বগলে দামী লোশন মাখিয়ে আপনি যদি মনে করেন যে সমাজের বগলে দামী লোশন মাখালেন, আপনি এক প্লেট আঙুরফল কচমচ করে খেয়ে যদি মনে করেন সমাজ পাকাপাকা আঙুর খেল আর অবশেষে আপনি নিজেই সমাজ হয়ে উঠলেন। কেবল সে হিসেবেই আমি ডেস্টিনিকে একটি সামাজিক আন্দোলন বলে মানতে রাজী আছি। কিন্তু যদি বলেন কোন সিস্টেমে কোনো প্রকার উৎপাদনমুখী কাজকর্ম ছাড়া এত টাকা লাভ গ্রহণ বা প্রদান করা সম্ভব তাহলে আমি বলব ডেসটিনি স্বার্থপর, নির্বোধ এবং সমাজবিরোধী গর্দভকূল তৈরীর আন্দোলন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb