ডেসটিনি - সাধু সাবধান ।

ইদানীং ডেসটিনির এক ব্লগার এর তৎপরতা দেখে দেশে থাকাকালীন অনেক দিন আগের একটা ঘটনা মনে পড়ে গেল।
তখন আমার এক বন্ধু চুয়েটে কম্পিউটার ইঞ্জিঃ এ পড়ে,আর আমি অগা চবিতে।বন্ধু আমার ফুল ফর্মে- কোচিং এ ক্লাশ নেয়, চার চারটা টিউশনিও করে,আবার একটা পার্ট টাইম জবও নাকি করে।আমারে বলে সে গ্রাজুয়েশন কমপ্লিট করেই বিয়ে করতে চায়।B-) তাই তাড়াতাড়ি বড়লোক হতে হবে।
তো আমি বলি,দোস্ত আমাদের জন্য একটা টিউশনি দেখিছ।হঠাৎ একদিন শুক্রবার বিকালে আমারে ফোন করে জরুরী তার কোচিং এ আসতে বলে। যথাসময়ে হাজির হলাম, জিঞ্জেস করি -কি টিউশনি পাওয়া গেছে ?
দোস্ত বলে -দোস্‌ তুই আমার সাথে প্রত্যেক শুক্রবারে আমার পার্ট টাইম জবটাতে সময় দিতে পারবি ?
আমি বলি-আমি অবসর মানুষ ,অসুবিধা কি দিলাম।কি করতে হবে বল?
দোস্তঃ তাইলে আমার সাথে এখন আগ্রাবাদ চল।
পথিমধ্যে জিঞ্জেস করলাম ব্যাপারখান কি ?সে বলে,আগে চল্‌ -দেখবিই তো,সাথে রহস্যের হাসি।
যখন রিক্সা একটা বিল্ডিং এর সামনে দাড়াল,আশেপাশে তাকায়ে একটু সন্দেহ হইল।আমি জিঞ্জেস করলাম-দোস্ত তুই ডেসটিনি টেসটিনি করস নাতো?
দোস্‌ বলে-আরে আগে চল্‌ দেখবিই তো।
ভিতরে ঢুকেই তো চক্ষু চড়ক গাছ।X(( যা্ আশংকা করছিলাম।
যথারীতি হাসিহাসি মুখ করে টাই-স্যুট পড়া একজন লোক আসল।চিন্তা করলাম এই বলদ যাই বলুক হ্যা হ্যা বলে যাব,না করা মানেই এর লেকচার এর সময় বাড়ায় দেওয়া।
ঐখান থেকে আধাঘন্টা পর মুক্তি পেয়ে বাইরে এসে ওরে ধরলাম-তুই কেমনে এগুলার মধ্যে জরাইলি।এরে হিট করার জন্য বললাম-তুই ক্লাসের মধ্যে ছিলি ফার্স্ট বয়,সবচেয়ে লাজুক ছেলে।তুই মানুষরে এগুলার জন্য কেমনে গিয়ে গিয়ে রিকুয়েস্ট করস্‌।তোর খারাপ লাগে না।
সে আমারে বলে-দোস্ত তোর কিচ্ছু করতে হবে না।তুই শুধু জয়েন কর্‌।তোর ডান বাম আমিই মিলাই দেমু। আমার অনেক স্টুডেন্ট এখানে জয়েন করব।
আমি বুঝতে পারলাম এর মাথা পুড়াপুড়িই গেছে।এরে আর বুঝাইয়া কাজ নাই।


ইউরোপ আসার কিছুদিন আগে হঠাৎ করে এর সাথে একদিন দেখা হয়।
সে যা বলল্‌ ব্যাচেলারের রেজাল্ট খুবই খারাপ,বেশিরভাগ সময় ডেসটিনির পিছনে ব্যয় করে খুব সামান্য আউটপুট পাইছে।এখন শুধু আপসুস করে...।আর কিভাবে বাইরে যাওয়া যায় এখন এই চেস্টাই আছে ।এক ডেসটিনি কইরা পুরা লাইফ বরবাদ....।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb