এক বছরে সমকামী পুরুষ ও সমকামী নারীদের মধ্যে ৭০০ টি বিয়ে হয়েছে৷

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি কর্তৃপক্ষ জানালেন, ২০১০ সালের ৪ মার্চ থেকে এক বছরে সমকামী পুরুষ ও সমকামী নারীদের মধ্যে ৭০০ টি বিয়ে হয়েছে৷ এগুলোর মধ্যে পুরুষ সঙ্গীর সাথে বিয়ে হয়েছে ৩৬৭ জন গে'র এবং নারী সঙ্গীর সাথে বিয়ে হয়েছে ৩৩৩ জন লেসবিয়ানের৷ এসব সমকামী যুগলের মধ্যে ৭৩ শতাংশই বিদেশি বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ৷ বাকিরা অবশ্য মেক্সিকোর নাগরিক৷

সবচেয়ে মজার বিষয় হলো, সমলিঙ্গের সঙ্গীর সাথে বিয়ের পিঁড়িতে বসা এসব নারী-পুরুষের নয়জনের বয়স ৭১ থেকে ৯০ বছরের মধ্যে৷ মেক্সিকোর কেন্দ্রীয় সরকার অবশ্য সমকামীদের বিয়ে সংক্রান্ত এই আইনের বিরুদ্ধে লড়ছে৷ তবে দেশটির সুপ্রিম কোর্টের রায় গেছে মেক্সিকো সিটির পক্ষেই৷ ফলে বিশ্বের অন্যান্য দেশে সমকামী সঙ্গীকে বিয়ে করতে অপারগ নারী-পুরুষও এসে ভিড় জমাচ্ছে এই নগরীতে তাদের স্বপ্ন পূরণে৷

এদিকে, অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে আজ রাতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বৃহত্তম সমকামী উৎসবগুলোর অন্যতম ‘গে অ্যান্ড লেসবিয়ান মার্ডি গ্রা'৷ ৩৪তম বার্ষিক এই আসরে সাড়ে আট হাজার সমকামী নারী পুরুষ অংশগ্রহণ করছে বলে জানা গেছে৷ সমকামীদের এই বিশাল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হলিউড তারকা লিলি টমলিন৷ 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb