প্রধানমন্ত্রী বরাবর ১২ দফা দাবিতে হেফাজতে ইসলামের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :
ধর্মদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস ও শাহবাগী
নাস্তিক-ব্লগারদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তিসহ ১২ দফা দাবিতে
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে অরাজনৈতিক, আধ্যাত্মিক সংগঠন
হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল সোমবার দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়,
চিহ্নিত নাস্তিক-মুরতাদ ব্লগাররা দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও
বহুধর্মীয় সামাজিক সৌহার্দ্য বিনষ্ট করে দেশকে অনিবার্য গৃহযুদ্ধের দিকে
ঠেলে দেয়ার পাশাপাশি বিদেশী শক্তির এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে।
আগামী ৬ এপ্রিলের মধ্যে হেফাজতের দাবি মানা না হলে ঢাকায় মহাসমাবেশ করা
হবে।হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক আব্দুল মান্নানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় অর্থ-সম্পাদক কাতেব ইলিয়াছ ওসমানী, সাহিত্য সম্পাদক মুফতী হার”ন ইজহার, মাওলানা আবু তাহের আরবী, মুফতী আব্দুল ওয়াহাব, মাওলানা মনজুর”ল কাদের, মাওলানা আ ন ম আহমদ উল্লাহ, মাওলানা ইয়াছিন, মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, মাওলানা জয়নাল আবেদীন কুতুবী, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা সায়েমুল্লাহ প্রমুখ। একই দিন কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশের প্রতিটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয় বলে জানানো হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেয়া স্মারকলিপিতে বলা হয়, নাস্তিক-মুরতাদ ও ধর্মদ্রোহীদের শাস্তি ও যে কোনো ধর্ম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাসসহ যে ১২ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ব্যাপারে নবীপ্রেমিক তাওহীদি জনতা আন্দোলন করছে দাবিগুলো আপনার কাছে উপস্থাপন করা হলো :
১. সংবিধানে রাষ্ট্র পরিচালনায় মূলনীতিতে “মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনঃস্থাপন করতে হবে।
২. আল্লাহ, রাসূল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বির”দ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে।
৩. শাহবাগ আন্দোলনে নেতৃত্বাদানকারী নাস্তিক-মুরতাদ এবং প্রিয়নবী (সা.)-এর শানে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সকল অপপ্রচার বন্ধ করে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি দানের ব্যবস্থা করতে হবে।
৪. রাসূলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদরাসার ছাত্র এবং তৌহিদী জনতার ওপর হামলা, দমন-পীড়ন, নির্বিচারে গুলীবর্ষণ এবং হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।
৫. অবিলম্বে গ্রেফতারকৃতসকল আলেম-ওলামা, মাদরাসা ছাত্র ও তৌহিদী জনতাকে মুক্তিদান, দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুষ্কৃতকারীদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
৬. জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে মুসল্লীদের নির্বিঘেœ নামায আদায়ে বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসীহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করতে হবে।
৭. কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।
৮. ব্যক্তি ও বাক-স্বাধীনতার নামে সকল বেহায়াপনা, অনাচার, ব্যাভিচার, প্রকাশ্যে নারী-পুর”ষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্জ্বলনসহ সকল বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরীতে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করতে হবে
৯. ইসলামবিরোধী নারী নীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
১০. সারাদেশের ক্বওমী মাদরাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ এবং মসজিদের ইমাম-খতীবকে হুমকি-ধমকি ও ভয়-ভীতি দানসহ তাদের বির”দ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
১১. রেডিও , টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় দাড়ি, টুপি ও ইসলামী কৃষ্টি-কালচার নিয়ে হাসি-ঠাট্টা এবং নাটক-সিনেমায় খল ও নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস- পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তর”ণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করতে হবে।
১২. পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও, কাদিয়ানীদের অপতৎপরতা এবং খৃস্টান মিশনারীদের ধর্মান্তকরণসহ সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।
আগামী ৬ এপ্রিলের আগে এসব দাবি-দাওয়া পূরণ করা না হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ সারাদেশ থেকে ঢাকা অভিমুখে নবীপ্রেমিক মুসলমান জনতার লংমার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। হেফাজতে ইসলাম আশা করে মহানুভব ও ধর্মপরায়ণ সরকার প্রধান ও সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নির্বাচিত প্রধান প্রতিনিধি সর্বোপরি একজন নবীপ্রেমিক বিশ্বাসী মুসলমান হিসেবে প্রধানমন্ত্রী দাবি-দাওয়াগুলো বাস্তবায়ন করবেন।
স্মারকলিপির শুর”তে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়, আপনি বিশ্বে দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। একজন ধর্মপরায়ন ব্যক্তিত্ব হিসেবে আপনার সুনাম রয়েছে। আমরা বিশ্বাস করি; আপনি নিজেও জ্ঞাতসারে আল্লাহ, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ব্যাপারে কটূক্তি ও ইসলামী মূল্যবোধের অবমাননা বরদাশত করবেন না। আমরা আপনার ওপর দৃঢ় আস্থা রেখে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ নবীপ্রেমিক জনগণের পক্ষ থেকে আপনার কাছে এই স্মারকলিপি প্রদান করছি। আপনাকে স্মরণ করিয়ে দেবার জন্যে উল্লেখ করছি, মহান আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনের সূরা নিসার ১৪০ নম্বর আয়াতে ঘোষণা করেছেন : তোমাদের ওপর তো কিতাবে এই বিধান নাযিল করা হয়েছিল যে, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং সেগুলোর সাথে বিদ্র”প করা হচ্ছে তখন ঐসব লোকের সাথে বসবে না, যে পর্যন্ত তারা অন্য কথায় লিপ্ত হয়। নতুবা তোমরাও তাদের মতো (মুনাফিক গণ্য) হবে। আর নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফিরদের জাহান্নামে একত্র করবেন (সূরা নিসা, আয়াত-১৪০)। অনুরূপভাবে সূরা আনআমের ৬৭ নম্বর আয়াতেও অনুরূপ হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করা হয়েছে। সুতরাং জেনে শুনে তাদের প্রশ্রয়-পৃষ্ঠপোষকতা দেয়া বা সংহতি প্রকাশ করা একজন মুমিন-মুসলমানের জন্য ধর্মদ্রোহিতার সহযোগী হওয়ার শামিল।
স্মারকলিপিতে বলা হয়, ইন্টারনেটের মুক্ত পত্রিকা নাগরিক সাংবাদিকতার অবারিত প্লাটফরম খ্যাত ব্লগ মানুষ ও সমাজের কল্যাণে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখছে, অনলাইন প্রযুক্তির এই উন্মুক্ত সুযোগকে কাজে লাগিয়ে কিছু বিপথগামী, দুর্বৃত্ত মানুষের ধর্মবিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও নৈতিক অবস্থানকে চরম আঘাত করে চলেছে। যার ফলে মুসলমানসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মাঝে ধর্মীয় অনুভূতি মারাত্মকভাবে আহত হবার পাশাপাশি সমাজে ব্যাপক হানাহানি ও সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। কতিপয় ধর্মদ্রোহী-নাস্তিক ব্লগার ও নষ্ট তর”ণ এবং তাদের পৃষ্ঠপোষক জ্ঞানপাপী সম্প্রতি আল্লাহ, রাসূল (সা.) মহানবীর সহধর্মিনীগণ, সাহাবায়ে কেরাম, নামায, রোজা, হজ্জ, যাকাত ইত্যাদি মৌলিক ধর্মীয় বিধানকে কুর”চিপূর্ণ ভাষায় অব্যাহত আক্রমণ করে যাচ্ছে। শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশে যা রীতিমতো জাতীয় লজ্জা ও অতিশয় বেদনাদায়ক ব্যাপার। কোনো ধর্ম, রাষ্ট্র, প্রচলিত আইন, দেশের বিদ্যমান সংবিধান, গণতন্ত্র কিংবা আন্তর্জাতিক রীতিনীতি সর্বোপরি সভ্য সমাজে মুক্তচিন্তার দোহাই দিয়ে কারও ধর্মবিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অধিকার কারো নেই।
স্মারকলিপিতে দৃঢ়তার সাথে উল্লেখ করা হয়, সর্বস্তরের নবীপ্রেমিক তাওহীদি জনতার অরাজনৈতিক প্লাটফরম হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্পূর্ণ ঈমানী চেতনা, নবীপ্রেম ও ধর্মীয় কর্তব্যবোধ থেকেই শাহবাগকেন্দ্রীক কথিত জাগরণ মঞ্চের চিহ্নিত ব্লগারদের বির”দ্ধে সারা দেশে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে। যার নেতৃত্বে রয়েছেন দেশের সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ আলেম, বাংলাদেশের প্রাচীন ও সর্ববৃহৎ কওমী মাদরাসা দার”ল উলুম হাটহাজারীর মুহতামিম ও কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিস)-এর চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী। হেফাজতে ইসলামের কোন রাজনৈতিক উদ্দেশ্য এবং দাবি দাওয়া নেই। কতিপয় নাস্তিক-মুরতাদদের বির”দ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সমর্থনে আমাদের কাছে পর্যাপ্ত প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। তাদের বির”দ্ধে প্রতিটি অভিযোগ আমরা সুনিশ্চিতভাবে প্রমাণ করতে পারবো ইনশা’ আল্লাহ। প্রথমেই উচ্চ আদালতের একটি আদেশ প্রসঙ্গে আপনার প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাস্তিক ব্লগার আসিফ মুহিউদ্দীন ও রাজীব হায়দারের বির”দ্ধে ইসলাম অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আদালত অবমাননার কারণে হাইকোর্ট একটি রিট (নং ৮৮৬/১২) করা হয়। এ রিটের ওপর শুনানির পর গত ২১ মার্চ রিট আবেদনটি গ্রহণ করা ব্লগগুলো স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সরকারের প্রতি র”ল জারি করেন। এর পরিপ্রেক্ষিতে তারা গ্রেফতার হয়। ২০১২ সালের ২১ মার্চ মাসে আদালত ওয়েবসাইট ও ব্লগগুলো বন্ধের নির্দেশ দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এসব ব্লগ ও ব্লগারের বির”দ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। আমাদের প্রশ্ন, যদি ব্লগে এসব অশালীন বক্তব্য, কুর”চিপূর্ণ মন্তব্য ও আপত্তিকর পোস্ট তারা নিজেরা না দিয়ে থাকেন তাহলে উচ্চ আদালত ধর্ম ও আদালত অবমাননার দায়ে ব্লগগুলো বন্ধ করার এবং তাদের বির”দ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন কীভাবে?
প্রধানমন্ত্রীর অবগতির জন্য এই স্মারকলিপিতে দু’টি উদ্ধৃতি নমুনা হিসেবে তুলে ধরা হয়, ১. সম্প্রতি অজ্ঞাত পরিচয় আততায়ীর হতে নিহত রাজীব হায়দার যিনি থাবা বাবা ছদ্ম নামে ব্লগ লিখতেন। ‘আমার ব্লগ’ নামে একটি ব্লগে প্রকাশিত তার একটি খণ্ডিতাংশ নি¤œরূপ-
‘... ধনী আরও ধনী হইতেছে, দ্রব্যমূল্য বাড়িয়া দরিদ্র জনগণের হাঁসফাঁস উঠিয়া যাইতেছে। কিন্তু পরম কর”ণাময় আল্লাহপাকের কোনো ভাবান্তর নাই। তিনি আরসের উপরে বসিয়া পান খাইয়া পানের পিক ফেলিয়া স্বল্পবসনা নৃত্য দেখিতেই ব্যস্ত। সরকার প্রধানের (আল্লাহতা’য়ালা) যদি এই অবস্থা হইয়া থাকে, তাহার মন্ত্রীরা (ফেরেশতা) যে কাজকর্মে ফাঁকি দিবে তাতে আশ্চর্যের কী আছে? তাহার প্রধানমন্ত্রী (নবী সা.) সারাজীবন করিয়াই কুল পান নাই। বেহেশ গিয়া যে তিনি কি লইয়া ব্যস্ত থাকিবেন তা সহজেই অনুমেয়’।
২. সম্প্রতি বেশ পরিচিত হয়ে ওঠা আরেকজন নাস্তিক ব্লগার আফিস মহিউদ্দীনের খোদাদ্রোহী কিছু লেখার নমুনা :
‘আমি জানি না ঈশ্বর বলে কেউ আছে কিনা, সে সর্বশক্তিমান কিনা। এটা কেউই জানে না। সবাই এই ঈশ্বর ভদ্রলোকটিকে নিজ নিজ স্বার্থে ব্যবহার করেছে, এটা জানি। বিভিন্ন ধর্মগ্রন্থে যে ঈশ্বরের কথা বলা হয়েছে সে ঈশ্বর নোংরা, তোষামোদপ্রিয়, হিংসুটে, জেদি, সাম্প্রদায়িক, নারী নির্যাতনকারী ও নারী অবমাননাকারী। ... এমন ঈশ্বরকে খুন করতে পারলে আমি শান্তি পেতাম।’ এরূপ, বিকৃত মানসিতকতার কয়েকজন নাস্তিক ব্লগার মুক্তমনা, ধর্মকারী, সামহোয়্যারইন, আমার ব্লগ, নূরানী চাপা শরীফ ইত্যাদি ব্লগে কয়েক বছর ধরে লিখে যাচ্ছেন। এতদিন ধর্মপ্রাণ লেখক-ব্লগারগণ বুদ্ধিবৃত্তিকভাবে তাদের জবাব দিয়ে এসেছেন। শাহবাগ চত্বরে প্রথমবারের মতো তারা যখন জনসমক্ষে আবির্ভূত হয় তখন নবীপ্রেমিক জনতার কাছে একের পর এক তাদের কুর্কীতি ব্যাপকভাবে ফাঁস হয়ে যায় এবং দেশের লাখ লাখ ধর্মপ্রাণ সাধারণ মুসলমান তাদের বির”দ্ধে রাস্তায় নেমে আসে।’
হেফাজতে ইসলাম মনে করে, এসব চিহ্নিত নাস্তিক-মুরতাদ ব্লগার দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও বন্ধু ধর্মীয় সামজিক সৌহার্য্য নষ্ট করে একদিকে দেশকে অনিবার্য গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। অন্যদিকে সরকারকে নানামুখী চাপে ফেলে অস্থির ও দিশেহারা করে বিদেশী শক্তির এজেন্ডা বাস্তবায়নের অসৎ উদ্দেশে তারা মাঠে নেমেছে। সময় থাকতে তাদের দমন করা না হলে গোটা জাতিকে এর খেসারত দিতে হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন