সম্মানিত নাস্তিক ভাইদের বলছি

সম্মানিত নাস্তিক ভাইদের বলছি ....................................................................আসলে আমার এ লেখাটি কাউকে কষ্ট দেয়া, বা কারো অনুভুতিতে আঘাত হানা, বা কারো প্রতি অসম্মান দেখানোর জন্য নয় বরং নাস্তিক কোন ধর্ম নয়, নাস্তিক্যবাদ হল নিজস্ব চিন্তা প্রসুত একটা বিষয় সুতরাং কাউকে এ দিকে আহ্বান করা ঠিক নয় । যার যতটুকু চিন্তার পরিধি সে ততটুকু চিন্তা করবে এটাই সত্য, এজন্য অন্য আরেকজনকে নিজের চিন্তার দিকে আহ্বান করে তাকে চিন্তা করার অবকাশ না দিয়ে নিজের চিন্তা ঢুকিয়ে দেয়া আমি মনে করি সম্পুর্ণ অন্যায় । তাই আমি আকুল আবেদন জানাচ্ছি সম্মানিক নাস্তিক ভাইদের প্রতি আপনারা আপনাদের চিন্তা নিয়ে থাকেন দয়া করে আপনাদের চিন্তাগুলো আমাদের সাধারণ জনগনের মাঝে ছড়াবেন না..............................
 কোরআনে আছে ...প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহন করিতে হবে ।আর এই কথা সত্য যে, আজ পর্যন্ত কোন নাস্তিক আজীবন বেচে আছে এর কোন নজীর আজ পর্যন্ত আমি জানিনা বা শুনিনি । আর আগামীতেও শুনব না । তবে একটা কথা আমি সবাইকে বলে রাখি ।(আমি যে কথা বলতে যাচ্ছি এ কথার আমি মানি না বা বিশ্বাস করি না আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত করবও না)...........আচ্ছা যদি সত্যি সত্যি আল্লাহ নামে কেউ না থাকেন আর আমরা শুধু শুধু তাকেঁ মানি এবং তাঁর এবাদত করি তাহলে তো কিছুই হবেনা কারন নাস্তিকদের কথানুযায়ী পরকাল নাই এবং মানুষ মরে গেলে পঁচে যায় । আর যদি পরকাল থেকে থাকে তাহলে তাদের কি হবে?মরনের সময় যে কঠিন আজাব এর কথা বলা হয়েছে সে সময় তাদের চিৎকার কে শুনবে ,কবরে যে আজাবের কথা বলা হয়েছে তাঁর কি হবে ? আমরা তো বেঁচে যাব ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb