ডেসটিনি প্যাচাল !!!!!! মেজাজ বিলা হইয়া গেলোরে ... আরো কিছু এড কইরা দিলাম X(( X( X(

আমার এক বন্ধু - ্ওমর ফারুক নাম। ডেস্টিনির অনেকেই তারে চিনবে। আমার রুমমেট ছিল। সে ডেসটিনির জন্য তার পড়ালেখা টাই ছেড়ে দিল। বুঝলাম না সে কি পাইল। লেভেল-০১, সেমিস্টার-০১ ফাইনাল পরীক্ষার আগে তার কি যে হল। তিনটা পরীক্ষা দিছিলো। সয়েল সাইন্স পরীক্ষার জন্য পড়তে বসল। হঠাত, সব গুছিয়ে ফেলল, শিট-বই-খাতা। সে বলল পরীক্ষা দিবে না আর। আজব। তারপর, দিনরাত পাগলের মতো খাটাখাটনি করে (সেটা যদি অন্য কিছুতে লাগাতো, নিজেই কিছু একটা হয়ে যেত আজক) ... এখন ডেস্টিনির কি এক পদে আছে .. ম্যালাদিন যোগাযোগ নাই । পড়ালেখা বন্ধ। বাড়িতে কেউ জানে না।

সে বলছিল এক বছরের মধ্যে গাড়ি-ল্যাপটপ এইসব কিনে ফেলবে। তিন বছর হতে চলল। এসবের কিছুই দেখি নাই। দু একজন নাকি ম্যালা কিছু করে ফেলছে ডেসটিনি তে ... হাহ্ ।


কিছুদিন আগে আমার এক আঙ্কেল গেছিল আমাদের বাসায়। আম্মুকে কি সব আবোল-তাবোল বুঝাচ্ছিল ডেসটিনি নিয়ে। আম্মুকে রাজী করাতে না পেরে আমাকে ফোন দিয়ে আম্মুর সাথে কথা বলতে বলল। আম্মুকে ফোন দিয়ে বললাম ভুলেও ওই ফাঁদে পা দিও না। অ্যাতো মানুষের অভিশাপ কামাবা, যে বাকি জীবন তোমার আর মানুষ হিসেবে কোন ছোট খাট পাপ না করলে্ও হবে। মানুষকে লোভ দেখিয়ে তাকে ক্রমাগত চুষে খায় এই কোম্পানী। দুষ্টচক্র।

আমার বাড়ি বগুড়া। ঢাকায় পড়াশুনা করছি। আমাদের ্ওইদিকে, এরা মানুষের সাথে বেইমানী করে পিটুনি খেয়েছে। এরপর আর ্ওদিকে যায় নাই। ডেস্টিনির নাম শুনল্ওে এখন (সারিয়াকান্দি) বগুড়ার মানুষ পিটুনী দিবে। আর আমার ভার্সিটিতে ম্যালা ছেলেদের তারা নিয়ে গিয়েছিল। অনেকেই সেমিস্টার লস দিয়েছে। এবার অনেকেই ফিরে আসছে।

তা্ও তাদের চাপার সাথে পারা যায় না। একটা মানুষের জীবনে পজিটিভ - নেগেটিভ সব মিলিয়েই সে মানুষ। শিব খেরা আর ডেল কার্নেগির বই কে এরা যেভাবে মিসইউজ করছে (( আমি শিব খেরা হইলে এতোদিন মামলা ঠুকে দিতাম)) ।

এদের কথার উত্তর দিছি ম্যালাদিন। তারপর থেকে আমারে ঘাটায় না্। ইদানীং দেখি ব্লগ্ওে উতপাত শুরু করেছে।

এদের আর সাইফুরস এর বিজ্ঞাপন আমার কাছে এক ই রকম লাগে। মনে করেন আপনার ঘরে বন্যার পানি ঢুকল, আপনি খাটে চড়লেন। খাট ডুবল, আপনি চালে উঠলেন। আর চাল ডুবতেছে, এই সময় ডেসটিনি বা সাইফুরস এলো হেলিকপ্টার নিয়ে। তারা দড়ি ফেলল। আপনি ধরলেন না। তাতে করে ডুবে মরলেন। ্ওদের ভাবটা এমন, যারা এদের দড়ি ধরল তারা বাচল। ডেসটিনি ছাড়া মনে হয় দেশের মানুষ আর কোনো কাজ করতেছে না। দেশে কোনো চাকুরী নাই , ব্যবসা নাই খালি ডেসটিনি আছে। না করলে বিপদ হবে। ক্যারিয়ার ক্ষতম। হাহ...যত্তসব ফাউল। X( X( X(

কিছু ব্যক্তিত্বরে এরা গছাইছে, এদের বানিজ্যের জন্য। ইলিয়াস কাঞ্চন, ঢাবির প্রাক্তন ভি.সি. জনাব ফায়েজ, তারপর আমাদের ভার্সিটির (শেকৃবি) ভি.সি. রেও তারা টানছে। অনেক শিক্ষক আর কিছু মিডিয়া ম্যান (বৈশাখী টিভি ) এরা ইউজ করে। মানুষ রে এতো বোকা ভাবে।কাঞ্চন কিমবা ভিসি গুলা কি এতোই গরীব হইয়া গেল যে, প্যাট চালানোর জন্য তাদের ডেসটিনি করা লাগে?? সারাজীবনে তারা কম টাকা অর্জন করছে যে ডেস্টিনি করা লাগে? নাকি তারা ২০১২ সালে দেশে একটা বিরাট অর্থনৈতিক বিপ্লব ঘটাবে??? বোঝায় তো যায়, নিজেদের ভেজালের প্রসারের জন্য তারা এদের ব্যবহার করেতেছে। X(X(

প্রভা্ও তো বিজ্ঞাপনে মেরিল স্প্ল্যাশ সাবান মাখে। তাই কি আমার্ ্ও মাখতে হবে। ক্যাটরিনা বোতলজাত আমের অ্যাড মারে। তাই বলে কি আমি আমার গাছের আম থুয়ে, বোতলের আম খামু। গাছের আমের চেয়ে বোতলের আম ১০০% পিউর হয়ে গেল। শেন ্ওয়াটসন আর ডেকান চার্জাস সেট ্ওয়েট (ভেরি ভেরি সেক্সি কিমবা হট) এর এড মারে। তো কি? এগুলা মাখি নাই। তাই বলে কি আমার গার্ল ফ্রেন্ড হয় নাই :D :D । এগুলা মাখি না দেখে কি আমি তারে বা সে আমারে কম ভালোবাসে???

তো ডেস্টিনি যদি এদের দিয়া্ও প্রভাবিত করে, তাই কি মানুষ বোকার মতো যাবে নাকি ডেস্টিনির দিকে??? এরা মানুষকে এতো পেইন দিতে পারে রে ভাই। /:) /:) /:)

যত্তসব অপ্রচলিত পণ্য যেগুলোর কোন দরকার নাই (নাইজেলা, ফুট মাসাজার, লম্বা হ্ওয়ার জুতা X((X(( ) সেগুলারে তারা গুরুত্বপূর্ণ করে ব্যবসা করার চেষ্টা চালায়। জোচ্চোরগুলা। ভাই আপনেরা কোনোদিন দেখছেন, চাইলের আড়তদারের টিভিতে বিজ্ঞাপন দেয়া লাগে?? ডেটল এসে আপনার হাত পায়ে ধরে বলে যে, ভাই আমাদের সাবান কিনেন? পণ্যের গুণগত মান দেখলে ক্রেতা তো সেটা এমনিই কেনে।

আপনারা এদরে কথায় কান দিয়েন না। নিজের প্রতিভা অন্য দিকে কাজে লাগান। এদরে দ্বারা প্রভাবিত হয়ে নিজের আর প্রিয়জনদের সর্বনাশ ডেকে আনবেন না। ভবিষ্যতে এদরে কিছু কাজ কারবারের উপর আরো বিস্তারিত পোস্ট দেওয়ার ইচ্ছা আছে ।

ব্লগে ডেসটিনি সংক্রান্ত (এরা কেমনে লোক ঠকায়) যেসব পোস্ট আছে, সেগুলোর সবগুলো লিঙ্ক একজায়গায় দিলাম।

আরো জানা থাকলে আমাকে জানাবেন। অ্যাড করে দেব। ভালো থাকুন সবাই। সবাই সিটি বাস-২ নাটক টি দেখতে পারেন। হেগো কাহিনী ভালো মতো টেইর পাইবেন। আর মজা্ও পাবেন। পাক্কা কথা দিলাম।


১. ডেসটিনি একটি চোর-বাটপারদের কারখানা

২. ডেস্টিনিওয়ালাদের এতো ধৈর্য্যের কারণ কি? - মহাজাতক

৩. ডেসটিনি রোগী

৪. আমার চোখে ডেস্টিনি

৫. ডেস্টিনি ভাইরাস সামুতে

৬. ডেস্টিনি ভাগ্য, ভাগ্যের ডেসটিনি !!!!

৭. ডেস্টিনি মোবারক নিয়া ব্যক্তিগতপর্যবেক্ষণমূলক লেখা

৮. মাল্টিলেভেল মার্কেটিং এ প্রতারণা নিয়ে একটি পিডিএফ সংকলন

৯. সাবধান। ডেসটিনি থেকে ১২ লক্ষ টাকা নিয়ে ডিস্ট্রিবিউটর উধা্ও - মো: মঈনউদ্দিন

১,২,৬ নং লিঙ্ক মহাজাগতিক ভাই; ৩,৪,৫ যথাক্রমে সুমন আহমেদ, হাম্বা, এবং আশরাফুল ইসলাম দূর্জয় ভাই ,৭ নম্বর লিঙ্ক হোপফুলফরএভারএবং ৮ নম্বর টি ফিউশন ফা্ইভ এর এর ব্লগ থেকে এড করা হয়েছে। আপনাদের কাছে খুব ই কৃতজ্ঞ ভাইয়া। অনেক ব্যাপারে ক্লিয়ার হয়েছি আপনাদের পোস্ট পড়ে। ভালো থাকবেন সবাই ।

আরো কিছু লিঙ্ক আপডেট করলাম (২৩.০৭.২০১০)
১০. ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা

১১. ব্যতিক্রমী একটি এমএলএম ধারণাঃ আত্নিক শুদ্ধতার প্রথম পদক্ষেপ!- মাহমুদ হাসান

১২. সাবধান!!! Destiny থেকে দূরে থাকুন...নিরাপদ থাকুন - আধারের আলো

১৩. আপনার জানামতে বাংলাদেশের এমএলএম কোম্পানি গুলোর নাম কী কী?- মাহমুদ হাসান

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb