ডেসটিনি গ্রুপ নিয়ে দু'টি কথা

আজকে সকালে হটাৎ করেই ডেসটিনি গ্রুপে যোগদান করার প্রস্তাব পেলাম। ক'দিন আগে আমার এক বন্ধু জানালো যে সে নাকি একটা মার্কেটিং অ্যানালাইসিসের কাজ পেয়েছে। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ তো ভালই! আমি ওকে বললাম যে আমিও কিছু হার্ড ক্যাশ কামাইতে চাই। ওর কাজটা সম্পর্কেও জানতে চাইলাম। ও বলল, "সামনা-সামনি বিস্তারিত না বলে বোঝানো যাবে না।" তো আজকে সকালে ও ওর অফিসে আমাকে যেতে বলল। আমিও গেলাম আগ্রহ নিয়ে। ওখানে ওর এক কাজিন আমার বহু খোঁজ-খবর নিলেন। আমি ভাবলাম চাকরির ইন্টারভিউ। তো ব্যবসা-বাণিজ্য নিয়ে অনেক কথাবার্তা বলে অনেক স্লাইড শো দেখিয়ে শেষ পর্যন্ত উনি আসলেন ডেসটিনি গ্রুপে। তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক কথা বললেন। আমার কাছে জানতে চাইলেন ডেসটিনি বিষয়ে আমি কী কী খারাপ কথা শুনেছি। আমি লোকমুখে এবং পত্রিকায় যা পড়েছি সেখান থেকেই কিছু বললাম। এরপর সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সকল অভিযোগ যুক্তি দিয়ে উড়িয়ে দিলেন। অনেক তথ্যও দিলেন। ডেসটিনির স্বচ্ছতা এবং নীতি নিয়েও অনেক মূল্যবান কথা বললেন। আমি সেই দীর্ঘ বক্তব্য শোনার পর যা বুঝলাম তা হল "ডেসটিনিতে যোগদান করলে লাভেই লাভ, যদি বুদ্ধি থাকে"। আমি যতদূর জানি আমার বুদ্ধি তেমন একটা নেই।

মাস দেড়েক আগের কথা। আমার এক সহপাঠী হটাৎ করে ফর্মাল ড্রেসে ক্লাসে আসা শুরু করল। সে নাকি একটা কাজ পেয়েছে। এর কিছুদিনের মাথায় শুনলাম সে নাকি প্রত্যককে ডেকে নিয়ে ঘন্টা খানেক ধরে ডেসটিনিতে যোগদানের মাধ্যমে কতখানি লাভ করা সম্ভব তা বোঝাচ্ছে এবং শেষ পর্যন্ত বন্ধু হিসেবে সেখানে যোগদান করলে তার কত উপকার হবে সেটিও বলছে। মজার ব্যাপার হল ক্লাসের সবাইকে এই প্রস্তাব দিলেও একমাত্র আমাকে সে ডেসটিনিতে যোগ দেয়ার প্রস্তাবটি দেয় নি। আমার অন্যান্য বন্ধুদের মতে আমাকে প্রস্তাব না দেয়ার অন্যতম কারণ হল সে বুঝতে পেরেছে, "এই হাবারে প্রস্তাব দিয়ে কোন লাভ নাই। এ কিছুই করতে পারবে না"।

যা বুঝলাম পরিশ্রম করলে এবং বুদ্ধি থাকলে অনেক লাভ করা সম্ভব ডেসটিনির মাধ্যমে। সেই সাথে দেশসেবাও করা হবে। বেকারত্ব দূর হবে। গাছ লাগিয়ে দেশে অক্সিজেন বাড়ানো যাবে। তো আমার মনে একটাই প্রশ্ন, "পরিশ্রমী হলে এবং বুদ্ধি থাকলে যেকোন কাজেই সাফল্য পাওয়ার কথা, সেক্ষেত্রে ডেসটিনির দরকার কী?" আমি হাবা মানুষ। অতশত বুঝি না। তবে সকালে দীর্ঘ লেকচারে আমার খুব একটা আরাম লাগে নি। সেই সাথে "কীজন্য গেলাম আর কী দেখলাম" অবস্থাও সৃষ্টি হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb