যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধিত ৬২টি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানীর মধ্যে শুধুমাত্র ডেসটিনি-২০০০ এর গ্রাহক সংখ্যা জানে বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকার । বাকী ৬১টি এমএলএম কোম্পানীর গ্রাহক সংখ্যা জানে না তারা। আজ রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানা যায়।
সংসদ সদস্য আব্দুল্লাহ-আল-কায়সারের এ সংক্রান্ত লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেন, ডেস্টিনি-২০০০ এর গ্রাহক সংখ্যা প্রায় ৪৫ লক্ষ। অন্যান্য এমএলএম কোম্পানির প্রকৃত গ্রাহক সংখ্যা জানা যায়নি। সাধনা হালদারের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বহুস্তর বিপনন (মাল্টি লেবেল মার্কেটিং) (নিয়ন্ত্রণ) আইন-২০১১ নামে একটি আইনের খসড়া প্রনয়ণ করা হয়েছে। দ্রুত এ খসড়াটি চূড়ান্ত করে নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হবে।
সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর প্রশ্নের জবাবে ফারুক দাবি করেন, বিশ্ব বাজারে দ্রব্য মূল্যের যে অস্থিরতা চলছে সে তুলনায় বাংলাদেশে সহনীয় মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে বেশ কিছু পণ্যের দামের উর্ধ্বগতির সাথে সরাসরি আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধির সম্পর্ক আছে। ফলে স্বল্প আয়ের মানুষের জন্য দ্রব্যমূল্য স্বাভাবিক না। তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে হস্তক্ষেপের সুযোগ কম থাকার পরও মহজোট ক্ষমতায় আসার প্রথম বছরে দ্রব্যমূল্য যেমন ছিলো সে অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ২৫শ কোটি টাকার নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও স্থানীয়ভাবে কেনার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া চলতি অর্থ-বছরে ৪শ ৪৪ কোটি টাকার পন্য ভোক্তাদের কাছে বিতরণ করা হচ্ছে। টিসিবি সংক্রান্ত নুরুল ইসলাম বিএসসির প্রশ্নের জবাবে তিনি বলেন, চারদলীয় জোট সরকারের আমলে টিসিবি প্রশাসনিক, আর্থিক ও দক্ষতার দিক থেকে প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলো। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১১ থেকে সরকার ভ্যাট ও ট্যাক্স ব্যতীত মোট ১৫ কোটি ৮৭ লক্ষ ৮০ হাজার টাকা আয় হয়েছে।
ডেসটিনি ছাড়া বাকী ৬১ এমএলএম কোম্পানীর গ্রাহক সংখ্যা জানে না সরকার
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
ধর্মে অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত কথা প্রচারের অভিযোগে তিন নাস্তিক ব্লগারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ...
-
আজকাল লিনাক্স ব্যবহার করাটা সম্মানের বিষয় হয়ে দাড়িয়েছে। উইনডোজের পাশে লিনাক্স চালাই না বললে টেকি দুনিয়ায় মান সম্মান থাকেনা। লিনাক্স ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
সাংসদ শাওন স্বীকার করেছেন তার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে ইবরাহিম। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে স্তব্ধ হ্যে গিয়েছেন বলে তার জানাজাতেও আসতে পারেন ...
-
আমি দুটো সফটওয়্যার ডেভেলমেন্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। একটা ছিলো দুবাই ভিত্তিক কোম্পানী, আরেকটা দেশী। সবচেয়ে মজার কথা কি জানেন? কোনো মুরগ...
-
মানুষের দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ বরাবরই সাধারন মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই টাকা উপার্জনের উপায় খুজে বেড়ায় আর ...
-
নিকেতন থেকে বের হয়ে মুল রাস্তায় আসলাম ট্যাক্সি কিংবা অটোরিক্সার খোজে। সন্ধ্যে সাতটা বাজেনি তখনো। কর্পোরেট অফিসগুলোতে ছুটি হচ্ছে-এখন ভাড়ায় গ...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...
-
আমাকে একটা কাজ দাও। আমাকে একটা চাকরী দাও। অনেক রিকোয়েস্ট করার পরও কেউ কোন পার্ট টাইম জব দিতে পারেনি। শেষ মেস আমার এক বন্ধুর মাধ্যমে ডে...
-
‘ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে লাখ লাখ লোক ঢাকায় মহাসমাবেশে মিলিত হয়েছে’- এই মন্তব্য দিয়ে শুরু হয়েছে দ্য অস্ট্রেলিয...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন