ডেসটিনি'র চোরদের এই দুঃসাহস কে দিল ???

ডেসটিনি ! নাম শুনলে চিনার চেয়ে তাদের বিশেষ একটি পরিচয় আছে, তা আর কেউ না জানলেও দেশের রিক্সাওয়ালারা বেশ জানে । গলায় টাই !!!! টাই দেখলেই এখন দেশের রিক্সাওয়ালারা ভাল করেই চিনে যে ওই বেটা ডেসটিনির সোনা, রুপা, লোহা, দস্তা, টিন ইত্যাদি । ডেসটিনি দেশের জন্য আর কিছু করতে না পারলেও একটা জিনিস কিন্তু ভাল করেই পেরেছে, যে বেটা প‌্যান্ট পড়তে পারেনা তার গলায় টাই ঝুলিয়ে দিয়েছে । আর তার বদৌলতে গুলাস্তানের ফুটপাতে এখন আর সস্তায় টাই পাওয়া যায় না।

যে কথা বলছিলাম, এই চোরদের এত বড় সাহস কোথা হতে আসে যে, জাতির কপালে চিন্তার ভাজ একে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠান করছে । কে তাদের এই অনুমতি দিল ? হেতারে পাইলে বাথরুমের সেন্ডেল দিয়া পিডাইয়া মনে শান্তি লইতাম ।

কে না জানে এই চোরের দল দেশটাতে কি করছে !! দেশের বেকারদেরকে সাবলম্বী করার নামে পাগল করে রাস্তায় নামিয়ে আনছে আর ঠান্ডা ঘরে বসে বিলিয়ন বিলিয়ন টাকা গুনছে ।
চোরির নমুনা :
১. গাছ লাগানোর নাম করে লক্ষ মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে
২. ব্যাংক করার নাম করে হাজার কোটি টাকা তুলেছে অন্তত এক বছর আগে
৩. ১ টাকার পন্য ২০গুন বা তার চেয়েও বেশি দামে বিক্রি করে জনগনকে ধোকা দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা
৪. ডেভলাপমেন্ট প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে নিজেদের নামে প্রাসাদ বানাচ্ছে
৫. ছয় বছরে জামাকৃত টাকার আড়াইগুন করে দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছে লক্ষ কোটি টাকা (কোন নিয়মের তোয়াক্কা নাকরে)
৬. কদিন পর পর নতুন প্রজেক্টে নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা তোলে আনছে মানুষের কাছ থেকে (আর এরজন্য ব্যাবাহার করা হচ্ছে লক্ষ লক্ষ তরুনদের ) যারা নিজেও জানেনা এর ভবিষ্যৎ কি

এই যুবক-তরুন রা যখন নিস্ব হয়ে রাস্তায় নামবে বিলিয়ন কোটি টাকার দায়ভার কাধে নিয়ে, তখন এদের দায়ভার কে নিবে তারাই জানে না । ধনী করে দেবার স্বপ্ন দেখিয়ে ধ্বংস করে দেয়া হচ্ছে এদের কেরিয়ার । কোটা টাকার দায়ভার নিয়ে এরাও এখন ছুটছে পাগলের মত, এবং ঘুরছে, ঘুরছে .....

এই হল ডেসটিনি, আর তারা কিনা আজ এই দেশের বুকে দাড়িয়ে নাচছে, গাইছে, হাসছে.... । কারা আছে এর পেছনে ? কইতে পারেন ? কছু কইয়া মনেন জ্বালা মিটাই...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb