আঞ্জুমান আরা আপু ফেসবুকে বেশ জনপ্রিয়। আমি ওনার স্ট্যাটাস এবং ওনার বন্ধুদের কমেন্টগুলো পড়ে বেশ মজা পাই। উনি কোনো স্ট্যাটাস দিলেই সবাই যেন কমেন্ট করার জন্য ঝাপাইয়া পড়ে। কখনো দেখিনি ওনার স্ট্যাটাসে ৫০ টির কম কমেন্ট পড়েছে। অনেক সময় কোনো কোনো স্ট্যাটাসে ২০০'র বেশি কমেন্ট পড়তে দেখেছি। তবে ভদ্রমহিলার একটু ঝাল বেশি। বাজে কমেন্ট করলেই তারে ব্লক মারে।
আজ উনি স্ট্যাটাস দিয়েছেন ডেসটিনি-২০০০ এর উপর। ওই স্ট্যাটাসের কমেন্টগুলো দেখে একটা জিনিস আমার কাছে পরিস্কার হলো। আর তা হচ্ছে, ডেসিটিনিরে দুই একজন আবুল বাদে সবাই থুথু মারে। সামুতে ডেসটিনি নিয়ে কোনো পোস্ট দিলে যেমন সবাই এই প্রতারকদের একজোট হয়ে থুথু মারতে উঠে পড়ে লাগে, ফেসবুকেও দেখলাম একই অবস্থা! ফেসবুক ব্যবহারকারীদের মধ্যেও ডেসনিটির প্রতি ঘৃণা দেখে ভীষণ ভাল লাগল। আঞ্জুমান আপুরে পেলাচ দিলাম।
ডেসটিনি নিয়ে আঞ্জুমান আরা'র ফেসবুক স্ট্যাটাস দেখতে চাইলে এখানে ক্লিক করুন ।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে চাইলে কমেন্টও করতে পারেন।
আজ উনি স্ট্যাটাস দিয়েছেন ডেসটিনি-২০০০ এর উপর। ওই স্ট্যাটাসের কমেন্টগুলো দেখে একটা জিনিস আমার কাছে পরিস্কার হলো। আর তা হচ্ছে, ডেসিটিনিরে দুই একজন আবুল বাদে সবাই থুথু মারে। সামুতে ডেসটিনি নিয়ে কোনো পোস্ট দিলে যেমন সবাই এই প্রতারকদের একজোট হয়ে থুথু মারতে উঠে পড়ে লাগে, ফেসবুকেও দেখলাম একই অবস্থা! ফেসবুক ব্যবহারকারীদের মধ্যেও ডেসনিটির প্রতি ঘৃণা দেখে ভীষণ ভাল লাগল। আঞ্জুমান আপুরে পেলাচ দিলাম।
ডেসটিনি নিয়ে আঞ্জুমান আরা'র ফেসবুক স্ট্যাটাস দেখতে চাইলে এখানে ক্লিক করুন ।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে চাইলে কমেন্টও করতে পারেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন