বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষককে প্রহারের ঘটনায় ডেসটিনি কর্মীদের গণধোলাই দিয়েছে ছাত্ররা। জানা গেছে গাছের চারা বিতরণকে কেন্দ্র করে ডেসটিনি-২০০০ লিমিটেডের কর্মীরা গতকাল বেলা ১০টায় স্কুল মাঠ সংলগ্ন আমিনুল ইসলাম দুলাল অডিটোরিয়ামের সামনে মঞ্চ তৈরি করে। বেলা সাড়ে ১১টায় ডেসটিনির গাছের চারা বিতরণ কর্মসূচি চলাকালে স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ সেখানে গিয়ে দ্রুত কর্মসূচি শেষ ও ক্লাস চলাকালে মাইক বন্ধ রাখতে বলেন। এ নিয়ে ডেসটিনি কর্মীদের সঙ্গে প্রধান শিক্ষকের তর্ক-বিতর্কের একপর্যায়ে প্রধান শিক্ষককে মারপিট শুরু করে। এ সময় স্কুল প্রহরী আবদুল বাকি এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্ররা ডেসটিনি কর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্য কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হলেও নাইম খান (১৮) এবং আল আমিনকে (২২) আটক করে গণধোলাই দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় তারা একটি মোটরসাইকেল, কার, ট্রাক, ডেসটিনি কর্মীদের বগুড়া অফিসের গ্লাস ভাঙচুর করে। এসব ঘটনায় ডেসটিনির ৩ কর্মকর্তাকে পুলিশ আটক করেছে।
সুত্র- View this link
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন