আপনাকে বলছি যে সফটওয়্যার গুলো ব্যবহার করছেন সেগুলো কি দেখে, শুনে ও বুঝে ব্যবহার করছেন?

এই জন্যে বলছি কারণ আপনি একজন মুসলিম !!!!!!!!!!!!!
আসসালামু আলাইকুম

প্রথমত যেটা যানতে চাইবো সেটা হচ্ছে আপনি কি মুসলিম ? যদি হন তাহলে আমার মতের সাথে আপনার মতের পারথক্য কোথায় সেটা ধরিয়ে দিবেন আশা করি। পাইরেসি মানে বুঝেন আশা করি, যদি না বুঝেন তাহলে আমি বলবো পারেসি মানে চুরি । চোরের বিধান কি? সেটা আমরা ভালো করেই জানি। এখন যদি আমাদের পিসি গুলো চেক করা হয় তাহলে আমার মনেহয় ৯৯% কম্পিউটারের OS হবে উইন্ডোজ । অনেকে তো আছি গর্ব করেই বলি আমি উইন্ডোজ ৮ চালাচ্ছি । তো ভাই চালাচ্ছেন উইন্ডোজ ৮ চালান আর এক্সপিই চালান কয় টাকায় কিন্সেন? বললে বড়জোর ৫০ টাকা আর যাদের হাইস্পিড নেট আছে তারা তো বলবেন আবার ৫০ টাকা!!!!!!!!!!
দেখুন একটু ভাবুন আপনি একজন মুসলিম মানে আপনার ধর্ম ইসলাম যার অর্থ আল্লাহর সকল আদেশ নিষেধের কাছে আত্মসমর্পণ করা (যদিও আমাদের সমাজে তাগুতেরা প্রচার করে দিয়েছে ইসলাম অর্থ শান্তি)। অথচ আমরা পাইরেটেড ( মানে চুরি করা) সফটওয়ার ব্যবহার (যেমন; উইন্ডোজ,মাইক্রোসফট অফিস , আইডিএম, অটোডেস্ক , 3Dম্যাক্স,আরো অনেক) করছি যা এক্কেবারে হারাম আজকে যদি বিকল্প কিছু না থাকতো তবে সেটা ভিন্ন কথা । উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিস এর বিকল্প জিনস তো আছেই । অটোডেস্ক , 3Dম্যাক্স এর পুরো পুরি বিকল্প না থাকলেও কাছাকাছি তো আছে । আরে ভাই আউট সোরসিং করে টাকা কামান এত কষ্ট করেন যদি সেটা হালাল না হয় তাইলে আর কি হইলো? চিন্তায় ফেলে দিচ্ছি বললাম তো বিকল্প ব্যবস্থা অবশ্যই আছে । তাই সময় থাকতে আমার মত তওবা করেন আল্লাহর কাছে সাহায্য চান ওপেন সোর্স সফটওয়ার ব্যবহার করেন আর পয়সা থাকলে কিপ্টেমি কইরেন না ফল ভালো হবে না আল্লাহই একটা ব্যবস্থা করবেন ।
আরেক টা কথা কিছু দিন অনেকেই পোস্ট করছেন ফ্রি ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আসলে ওটা মোটেই ফ্রি না ওটা চুরি চুরি।
সত্যি ভাই আমি আপনাদেরকে শতর্ক হবার জন্যে পোস্ট টি করেছি অন্তত আল্লাহর ভয়ে এগুলো ছেড়েদেন । আল্লাহই সহায় হবেন।
আর আমি কুরআনের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করছি । শিখতে চাইলে ক্লিক করেন এক্কেবারে اب থেকে
আবারও বলছি চুরি থেকে দুরে থাকুন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb