বহুস্তর বিপণন প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ এর 'অপকর্ম' প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সংসদ অধিবেশনে বাগমারা থেকে নির্বাচিত সাংসদ এনামুল হকের জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসের উত্তরে সোমবার এ কথা বলেন মন্ত্রী। এনামুল নোটিসে বলেন, "প্রতিষ্ঠানটি [ডেসটিনি-২০০০ লি.] ইতিমধ্যে ১০ হাজার মানুষের কাছ থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে।" ডেসটিনি কীভাবে কার্যক্রম চালাচ্ছে সে বিসয়ে নোটিসে সাংসদ বলেন, "এটি তাদের প্রশিক্ষণপ্রাপ্ত লোকদের দিয়ে বাগমারার সরলপ্রাণ মানুষকে ফুসলিয়ে তাদের বিভিন্ন লাভ, মুনাফা ও সুযোগ সুবিধার লোভ দেখিয়ে কোম্পানিতে ভর্তি করাচ্ছে। তাদের পণ্যসামগ্রী কিনে তাদের সাথে ব্যবসা করতে বাধ্য করছে।" "অনেক বেশি মুনাফার আশ্বাস দিয়ে তাদের কোম্পানিতে টাকা জমা রাখতে প্রলুব্ধ করছে। যারা এসব কাজ করতে সহযোগিতা করছে ডেসটিনি-২০০০ লি. তাদেরও সাময়িকভাবে আর্থিক সুবিধা দিচ্ছে।" "তাদের মিথ্যে আশ্বাসের মধ্যে আছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের ১০০ কোটি সেগুন ও বিভিন্ন ধরনের গাছ আছে যার ভবিষ্যৎ মূল কয়েক হাজার কোটি টাকা, যার লভ্যাংশও তারা পাবে ইত্যাদি।"- বলা হয় নোটিসে। এ ধরনের কর্মকাণ্ড চালানোর সরকারি ছাড়পত্র তারা দেখাতে পারেনি উল্লেখ করে ডেসটিনির 'অশুভ' কার্যক্রম বন্ধের দাবি জানান সাংসদ এনামুল। ইতিমধ্যে এক ব্যক্তি ডেসটিনির বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানান তিনি। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ডেসটিনি যেভাবে কার্যক্রম পরিচালনা করছে তাতে যেকোনো দিন বিপর্যয় ঘটতে পারে।" তিনি বলেন, "বাগমারাসহ দেশের যে কোনো এলাকায় যে কোনো দুর্ঘটনা ঘটার আগে ডেসটিনির অপকর্ম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে।" সরকারের অন্য কোনো সংস্থা এ নিয়ে তদন্ত করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা দেবে- বলেন সাহারা খাতুন। এ ধরনের ফাঁদে পা না দিতে জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী। ডেসটিনি-২০০০ তাদের ওয়েবসাইটে নিজেদের বিশ্বের সবচেয়ে বড় বহুস্তর বিপণন প্রতিষ্ঠানগুলোর একটি বলে দাবি করেছে। ওয়েবসাইটে বলা হয়, ২০০০ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর এ পর্যন্ত ৩৬ লাখ পরিবেশক এতে যোগ দিয়েছেন। এর প্রধান কার্যালয় ঢাকায়। সারা দেশে এর শাখা রয়েছে। ডেসটিনি-২০০০ এর ২৬টি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় এক হাজার আটশ মানুষ কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Categories
- আপনাকে বলছি (1)
- আপনি নাস্তিক বলার কে (1)
- আমি একজন নাস্তিক (1)
- আস্তিক নাস্তিক (ধর্ম ) ইস্যু নিয়ে রাজনীতি (1)
- ইবরাহিমের মৃত্যুর জন্যও জামাত দায়ী (1)
- ইভ টিজ (1)
- ইসলাম কি? (1)
- কিভাবে সব কিছু মনে রাখবেন (1)
- জামাত এত শক্তি কোথায় পেল (1)
- জামাত ও শিবিরের সম্পর্ক কী? (1)
- জামাত শিবির (1)
- জামাত শিবিরের (1)
- জামাত- শিবির কি আস্তিক- নাস্তিক (1)
- জামাত-শিবিরের সকল পণ্য (1)
- ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ (1)
- তারা নাস্তিক (1)
- ধর্মদ্রোহের মৃত্যুদণ্ডের আইন (1)
- নাস্তিক মুরতাদ ইসলামবিরোধীদের ঠাঁই নেই (1)
- নাস্তিক মুরতাদদের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন (1)
- নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির (1)
- নাস্তিকতা (1)
- নাস্তিক্যবাদবিরোধী (1)
- পুরুষ নির্যাতন (1)
- পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? (1)
- ব্লগারদের বিরুদ্ধে তথ্য আইনের ব্যবহার হবে (1)
- লাখ লাখ কণ্ঠে এক দাবি : নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই (1)
- সমকামিতার (1)
- সমকামিতার সপক্ষে কিছু যুক্তি (1)
- সমকামী (9)
- সমকামী মাদ্রাসার শিক্ষকদেরও বিচারের (1)
- সমাধান না পেয়ে আমি আস্তিক (1)
- সম্মানিত নাস্তিক ভাইদের বলছি (1)
- স্টিফেন হকিং (1)
abrahamalingkon
Social Icons
Popular Posts
-
ধর্মে অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত কথা প্রচারের অভিযোগে তিন নাস্তিক ব্লগারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ...
-
আজকাল লিনাক্স ব্যবহার করাটা সম্মানের বিষয় হয়ে দাড়িয়েছে। উইনডোজের পাশে লিনাক্স চালাই না বললে টেকি দুনিয়ায় মান সম্মান থাকেনা। লিনাক্স ...
-
যুক্তরাষ্ট্রের ষষ্ট অঙ্গরাজ্য হিসেবে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিলো নিউ ইয়র্ক। গভর্নর অ্যান্ড্রু সিউমো শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে সই ...
-
সাংসদ শাওন স্বীকার করেছেন তার পিস্তলের গুলিতেই নিহত হয়েছে ইবরাহিম। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে স্তব্ধ হ্যে গিয়েছেন বলে তার জানাজাতেও আসতে পারেন ...
-
আমি দুটো সফটওয়্যার ডেভেলমেন্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। একটা ছিলো দুবাই ভিত্তিক কোম্পানী, আরেকটা দেশী। সবচেয়ে মজার কথা কি জানেন? কোনো মুরগ...
-
মানুষের দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ বরাবরই সাধারন মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই টাকা উপার্জনের উপায় খুজে বেড়ায় আর ...
-
নিকেতন থেকে বের হয়ে মুল রাস্তায় আসলাম ট্যাক্সি কিংবা অটোরিক্সার খোজে। সন্ধ্যে সাতটা বাজেনি তখনো। কর্পোরেট অফিসগুলোতে ছুটি হচ্ছে-এখন ভাড়ায় গ...
-
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে, লেখালেখির মাধ্যমে 'ইসলামসহ অন্যান্য ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন' করার অভিযোগে তারা ব্ল...
-
আমাকে একটা কাজ দাও। আমাকে একটা চাকরী দাও। অনেক রিকোয়েস্ট করার পরও কেউ কোন পার্ট টাইম জব দিতে পারেনি। শেষ মেস আমার এক বন্ধুর মাধ্যমে ডে...
-
‘ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে লাখ লাখ লোক ঢাকায় মহাসমাবেশে মিলিত হয়েছে’- এই মন্তব্য দিয়ে শুরু হয়েছে দ্য অস্ট্রেলিয...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন