বাংলার সংস্কৃতিতে এবার ডেসটিনি-২০০০ লি. এর ছোবল

" .......আরে ভাই, এখনকার দিনে লেখাপড়া করে কী-ইবা করতে পারবেন? সেশনজটের কবলে পড়ে ৪ বছরের অনার্স শেষ করতে লাগবে ৬-৭ বছর। তারপর মাস্টার্স কমপক্ষে ২ বছর। এবার চাকরী খুঁজতে গেলে ব্যাংক ড্রাফট, ব্যাংক চালান এইসব করতে করতে বাপের পকেট থেকে আরো টাকা গচ্ছা। যদি সৌভাগ্যবশতঃ চাকরী পান, তবে কতই বা পাবেন? সর্বসাকুল্যে ১০-১৫ হাজার টাকা? এই টাকা দিয়ে এই সময়ে কি-বা করবেন? এরচে' ডেসটিনিতে সময় দিন আর প্রতিমাসে ৫০,০০০ টাকা তুলে নিন। আর তো বোনাস আছেই......"

"এইতো আর ক'দিন পরে আমি পিএসডি(পিএইচডি নয়!) হতে যাচ্ছি। এরপর প্রতিমাসে........... লেখাপড়া করে কখনোই(জোর দিয়ে) এর চেয়ে ভালো করা সম্ভব নয়।"

প্রথম বক্তব্যটি ডেসটিনি-২০০০ লি. আয়োজিত সেমিনারের বক্তার আর দ্বিতীয়টি একজন ডেসটিনি পাগল এক্সিউটিভের(সম্প্রতি এসএসসি পাশ!)। আমার মনে হয়, এখানে অধিকাংশ ব্লগারের এইসব ডেসটিনি পাগল এক্সিউটিভদের সম্পর্কে ধারনা আছে।

এভাবে ডেসটিনি আমাদের তরুনদের মস্তিস্ক ধোলাই করছে আর তাদের দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। অথচ এইসব ডেসটিনি পাগল তরুনরা নিত্যনতুন স্বপ্ন গড়ে যাচ্ছে। আর তাদের সেই স্বপ্নের উপর পা দিয়ে তাদের টাকা দিয়েই ডেসটিনি কোম্পানি একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলছে! অথচ এইসব প্রতিষ্ঠানে সেইসব ডেসটিনি পাগল তরুনদের কোনো স্থান নেই! কেননা, ডেসটিনি পাগল তরুনরা তো লেখাপড়ার পেছনে না ছুটে ডেসটিনিতে আত্মনিয়োগ করছে।

আর ডেসটিনিও চালাক। তারা তাদের প্রতিষ্ঠিত কোম্পানিতে নিয়োগ দিচ্ছে আইবিএ ও বুয়েট থেকে পাশ করা শিক্ষার্থীদের। কেননা, তারা জানে পাগলদের থেকে টাকা লুটা গেলেও তাদের দিয়ে কোম্পানি চালানো সম্ভব নয়!

এভাবে আমাদের তরুন সমাজকে বিপথে চালিয়ে নিজেদের ফায়দা লুটছে ডেসটিনি-২০০০ লি.। অথচ এইদিকে যেন সরকারের কোনো নজরই নেই!!!!

যাই হোক, ডেসটিনি-২০০০ লি. এবার আমাদের সংস্কৃতিতে আগ্রাসন চালানোর দুঃসাহস দেখিয়েছে। তাও আবার এই ভাষার মাসে! আর আমরাও সেই ফাঁদে পা দিয়ে বুঁদ হয়ে ছিলাম " শীলা কি জাওয়ানি" এর উদ্দাম নৃত্যের নেশায়!!!

আমার প্রশ্ন দুইটিঃ

১. ভাষার এই মাসে কীভাবে সরকার এমন চ্যারিটি শো (যদিও ডেসটিনি গ্রুপ বলছে ট্রাই নেশন শো) প্রচারের অনুমতি দিলো?

২. দ্বিতীয় প্রশ্নটি সেইসব ডেসটিনি পাগল এক্সিউটিভদের প্রতি, এই যে বড় চ্যারিটি শো হলো, তার অর্থের প্রকৃত যোগানদাতা হলেন আপনারা, অথচ আপনারা ক'জন সেখানে বসে দেখতে পেরেছেন? আর এত টাকা-ই ডেসটিনি গ্রুপ কোথায় পেলো???????????

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb