ডেসটিনি মোবারক নিয়া ব্যাক্তিগত পর্যবেক্ষনমূলক লেখা

এই View this link লিংক সহ আরও যারা ডেসটিনি মোবারক নিয়া পর্যবেক্ষনমূলক লেখা লিখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতায়:-<br /> পোলাপাইনতের মাথা মনে কয় পুরাডাই গেছে। মোঃ আ-কা-আ নামের এক ডেসটিনি চুচিল ডেসটিনি ডেসটিনি কইরা ব্লগটা নোংরা কইরা ফালাইছে। আর হের লগে আরও কয় আবুল ’হয় হয়’ জিগির তুইলা রীতিমত ছেরাভেরা অবস্থা।
বন্ধু সমাজে ’ঠান্ডা মেজাজে’র নিরিহ পুলা পরিচিতি পাওয়া এই আমি আইজকা মেজাজটা আর ঠিক ধইরা রাখতে পারছিনা। আপনেরাই কন আমার ক্ষেত্রে আপনি হলে কি করতেন?
আর না প্যাচাইয়া ঘটনা তাইলে খুইলাই কই:-<br /> ’আবূল’ নামে আমার এক ল্যাংডা কালের ক্লোজ বন্ধু ছিল। পড়ে জগন্নাথে। পোলা হিসেবে ভালই। রেজাল্টও তেমন খারাপনা। অনার্স শেষ কইরা ঢুকছে ডেসটিনিতে। আমি আগে জানতামনা। তয় বেশ কিছুদিন যাবৎ নিয়মিত ফুনায় আর কয় আমার লগে নাকি হের খুব ইম্পুরটেন কথা আছে। আমি কইলাম ঠিক আছে:- তুই ত আমার ব্যাস্ততা সম্পর্কে জানস। তয় পারছোনাল কোন কথা থাকলে আমি ফুন দেই তুই ক’। হে কয়:- না তুই আমার লগে দেহা কর ডিটেইল কই। কি আর করুম, দোস্ত মানুষ কইছে, আমিও আপিসের কাজের ব্যাস্ততা একদিকে রাইখা গেলাম দেহা করতে। মালিবাগ বাসষ্টেন্ড যাইয়া ফুন দেওয়ার পর আমারে লইয়া একটা নির্মিয়মান বিল্ডিংয়ে উঠতে উঠতে কয় এইহানে একটা জরুরী কাজ আছে হের পরই না হয় বাসায় গেলাম। আমি কই দোছ হাতে সময় কম কি কবি তাড়াতাড়ি ক’। হে আমারে নিয়া গেল একটা রুমে, দেহি শ’খানেক পুলাপাইন বিভিন্ন গ্রুপে আলাপ চারিতায় লিপ্ত। এর মাঝে আমার এলাকার অনেকগুলা ভাইও আছে । আমারে দেইখা পরিচিত সব কয়ডা আগায় আইল, ভালা মন্দ খোজখবর লইয়া হেগ বসের লগে পরিচয় করাইয়া দিল। ভাবখানা খুশি খুশি আর কি! তয় বুজবার পারতেছি ডেসটিনি জাতীয় কিছু একটা অনব।
এতক্ষন যা সন্দেহ করতেছিলাম তাই অইল। আমারে ’ডেসটিনি মোবারকের’ শানে নুযুল সম্পর্কে লেকচার শুরু করল। আমি দোস্তরে কই, ’দোছ ! দোহাই লাগে তোর আমি তোর বন্ধুত্বের খাতিরে বড়জোড় ১০ মিনিট সময় দিমু। আমি কাজের মানুষ কাজ ছাড়া কিছু বুঝিনা। এইসব ধান্দাবাজিতে আমি নাই। আমারে মাফ কর’। আমার কথা হুইনা হের বস গেল ক্ষেইপা
আমারে নিয়া গেল আরেকটা ’নিরিবিলি’ রুমে। আমি উঠবার চাই আর বস আমারে আরও ডিটেইল বুঝায়। খাতা কলম লইয়া হাজার, লাখ, কোটি টাকার অংক-ইংলিশ, খ্যাতা বালিশ, ফ্ল্যাট, গাড়ি-বাড়ি কি সব বুঝায়। আর জিগায় বুইজছিনি। আমি মাথা ঝাকাইয়া কই হ’ আর মনে মনে ফরানের দোস্ত আবুইল্যার চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করি। পাক্কা ৩ ঘন্টার ব্যার্থ সিটিংয়ে যখন দেখল এইডারে বুঝানোর সাধ্য হে কেন হের বাপেরও নাই। তখন কয় ঠিক আছে আমার বাসায় আরেকদিন আপনার দাওয়াত !
আমি উইঠা চলে আসবার সময় দোস্ত কয় কি বুঝলা ? রাগে আমার গা বেয়ে যেন আগুন বাড়ইবার যোগাড়। ’আমি কইলাম দোছ! তোর প্রতি আমার করুণা হচ্ছে এই কারনে যে, তোর যেই মেধা ছিল হেইডা দিয়া গভমেন্ট কিংবা প্রাইভেট অফিসিয়াল জবের জন্য মন দিয়া পড়াশুনা করলে এতদিনে নির্ঘাত একটা ভাল চাকরি হইয়া যাইত’।
তর্কের একপর্যায়ে ”হে আমারে কয় তুই ট্রেন মিছ করলি। লেইখা রাখ ৪বছর বাদে আমার ঢাকায় একটা ফ্ল্যাট হবে।” আমি হাসুম নাকি কান্দুম! কোন কথা না বাড়াইয়া একটা সিএনজি লইয়া ”খোদা হাফেজ”।
আসতে আসতে ভাবি, আহারে কি মেধাবি, ভদ্র, নিরিহ মাছুম একটা পোলা আছিল। আর হের মাথাডা কেমনে খাইল। এমুন নিখুত ব্রেইন ওয়াস ডেসটিনি কেমনে করে? এত দেহি শিবিরের ব্রেন ওয়াসের চাইতেও ভয়াবহ। তাওতো শিবিরের পুলাপাইন পরকালের একটা স্বপন দেহে। এডির তো দুনিয়া আখেরাত কোনডাই দেহি না।
আপনেরাই কন ২৪ ঘন্টায় ১৪-১৬ ঘন্টা ব্যাস্ততায় থাকা এই আমার আসা যাওয়া মিলাইয়া ৬-৭ ঘন্টা অফিস আওয়ারের জলাঞ্জলি দিয়া রেললাইনের লাহান সোজা মেজাজটা কেমুন হয়? এডির এই ডেসটিনি আফিমের কি কোন প্রতিকার নাই? এডির হাতে এইভাবে ধরা খাওয়া থেকে বাচার কোন উপায় আছে কি?
আর ডেসটিনির কোন ক্যারিয়ারিসট ভবিষ্যত আদৌ কি আছে? জানলে দয়া করে ইট্টু আওয়াজ দেন।।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb