ভিক্ষুক ও ডেসটিনি রোগীর মধ্যে পার্থক্য !!!

১. ভিক্ষুক ছেড়া কাপড়-চোপড় পড়ে ভিক্ষা করে আর ডেসটিনি রোগী কোট-টাই, স্যুট-বুট পড়ে ভিক্ষা করে।

২. ভিক্ষুক বলে স্যার দুইটা টাকা দেন, দুইদিন ধরে কিছু খাই নাই! আর ডেসটিনি রোগী বলে স্যার আমাদের সাথে আসেন, আসেন একসাথে স্যুট বুট পড়ে ভিক্ষা করি।

৩. ভিক্ষুক ব্লগিং করে না, ডেসটিনি রোগীরা ব্লগিং করে।

৪. ভিক্ষুক লেখাপড়া না করে মূর্খ, আর ডেসটিনি রোগীরা লেখাপড়া করে মূর্খ।

৫. ভিক্ষুকদের মধ্যে দেখা যায় বেশীরভাগই প্রতিবন্ধী, তবে ডেসটিনি রোগীদের মধ্যে এখনো প্রতিবন্ধীদের দেখা যায়নি। ভবিষ্যতে হয়তো দেখা যেতে পারে।

৬. ভিক্ষুক নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য কোনোদিনও ডেসটিনিতে যাবে না, কেনোনা সে সবসময়ই যেখানে সস্তায় জিনিস পাবে সেখান থেকে তা কিনবে। খাবারের জন্য মাঝে মাঝে তাকে আল-ছালাদিয়া দোকানে দেখা যাবে(আল-ছালাদিয়াঃ যেসব দোকান ছালা দিয়া ঢাকা থাকে)। নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের মধ্যে ডেসটিনি রোগী ডেসটিনি দোকানে যা যা পাবে তাই চড়া দামে কিনবে এবং তা কিনতে অন্যকেও উৎসাহিত করবে।

৭. ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করলে সেও আপনার সাথে খারাপ আচরণ করতে পারে। কিন্তু আপনি ৯৯ ভাগ নিশ্চিত থাকতে পারেন যে ডেসটিনি রোগীর সাথে খারাপ আচরণ করলে সে আপনার সাথে খারাপ আচরন করবে না।

৮. সুতরাং, ভিক্ষুকের চক্ষু-লজ্জা আছে আর ডেসটিনি রোগীর চক্ষুলজ্জা নাই।
-------------------------------------------------------
-------------------------------------------------------
এতো পার্থক্য থাকার পরও ভিক্ষুক এবং ডেসটিনি রোগীর সাথে কয়েক জায়গাতে প্রানের মিল রয়েছে আর তা হলোঃ

ভিক্ষুক এবং ডেসটিনি রোগী এই দুটি দলই কাজ না করে খাওয়ার পক্ষে!
এবং এই দুটি দলই অভিনয়ের ক্ষেত্রে অস্কারের মনোনয়ন পাওয়ার মতো অভিনয় করে থাকেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Categories

Powered By Blogger
abrahamalingkon

Social Icons

Popular Posts

Followers

Featured Posts

asbl. Blogger দ্বারা পরিচালিত.

Copyright © / আসুন আমরা ইভটিজিং বন্ধ করি ।

Template by : Urang-kurai / powered by :ahb